কোভিড-১৯ এ মৃত্যুর হার বেড়েছে আড়াই গুণ, জুলাই মাস হতে চলেছে ভয়ঙ্কর
দিন দিন ভারতে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েই চলেছে ৷ পয়লা জুন পর্যন্ত দেশে প্রায় ২ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন ৷ কিন্তু মাত্র ২২ দিনে এই সংখ্যা ৪ লক্ষ পেড়িয়ে গিয়েছে ৷ মাত্র ২০ দিনে দেশে কোভিড-১৯ এর ডেথ রেট আড়াই গুণ বেড়ে গিয়েছে ৷ এই সময়ে গোটা বিশ্বেও মৃত্যুর হার বেড়েছে কিন্তু ভারতের তুলনায় তা অনেকটাই কম ৷
চলতি মাসের শুরুতে ভারতে করোনা ভাইরাসের মৃত্যুর হার ৪ ছিল ৷ ২ জুন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ পেরিয়ে গিয়েছিল ৷ কিন্তু তখনও মৃত্যুর হার ৪ ছিল ৷ তবে এই মাসে যতদিন এগোতে লাগল তত মৃত্যুর হার বাড়তে থাকল ৷ বর্তমানে দেশের মৃত্যুর হার প্রায় ১০ ৷ অর্থাৎ মাত্র ২০ দিনে দেশের ডেথ রেট আড়াই গুণ বেড়ে গিয়েছে ৷ কিন্তু তা সত্ত্বেও এখনও প্রচুর মানুষ আছেন যারা কোভিড-১৯ কে গুরুত্ব না দিয়ে কারণ ছাড়াই বাড়িতে থেকে বেরিয়ে রাস্তায় ও দোকানে ভিড় করছেন ৷ এরকম চলতে থাকলে জুলাইয়ে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
ভারতে যেখানে মৃত্যুর হার ১০, গোটা বিশ্বে মৃত্যুর হার ৬০ ৷ ডেথ রেট বা মৃত্যুর হার ১০ মানে প্রত্যেক ১০ লক্ষ মানুষের মধ্যে করোনায় প্রাণ যাচ্ছে ১০ জনের ৷ worldometers অনুযায়ী, বিশ্বে প্রায় ৯০ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত ৷
বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কায় ডেথ রেট ভারতের থেকে কম৷ চিনের ডেথ রেট ৩, বাংলাদেশের ৯, আফগানিস্তানের ১৫ ও পাকিস্তানের ১৬ ৷ নেপাল ও শ্রীলঙ্কায় ডেথ রেট ১ থেকে কম ৷ ভুটানে শূন্য ৷ তবে কেবল ভারতে নয় বাকি দেশেও ডেথ রেট বেড়েই চলেছে ৷ ব্রিটেনে মৃত্যুর হার ৬২৮, ইতালিতে ৫৭৬, আমেরিকায় ৩৬৯, ব্রাজিলে ২৭৬ ও রাশিয়ায় ৫৬ ৷