বিনোদন বিভাগে ফিরে যান

”শ্রীলেখা কারোর কাজ নিয়ে নেয় নি তো?” বিতর্ক উস্কে দিলেন প্রিয়া কার্ফা

June 22, 2020 | < 1 min read

স্বজনপোষণ নিয়ে সোশ্যাল মিডিয়াতে শ্রীলেখার অভিযোগ ও একাধিক ব্যক্তিত্বের মতামত জেনে ম্যাঞ্চেস্টার থেকে  বেসরকারি সংবাদ মাধ্যম -র সঙ্গে যোগাযোগ করেন প্রিয়া কার্ফা। তাঁর প্রশ্ন, ”শ্রীলেখা অভিযোগ করছেন, কিন্তু তিনি কারোর কাজ নিয়ে নেন নি তো?” প্রিয়া কার্ফার অভিযোগ, ”দুরদর্শনে তৃষ্ণা বলে একটি ধারাবাহিক সম্প্রচারিত হত। যার মাধ্যমে শ্রীলেখা মিত্র জনপ্রিয় হয়ে ওঠেন। সেই ধারাবাহিকের জন্য প্রথম পছন্দ ছিলাম আমি। প্রথম দিনের শ্যুটিংও করেছিলাম। শ্যুটিং চলাকালীন শ্রীলেখা মিত্র ফ্লোরে আসেন, তিনি এবং পরিচালক আমাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করেন। তাতে আমি অস্বস্তিতে পড়ি। নার্ভাস হয়ে যাই। এরপরে আমি শ্যুটিংয়ে শট দিতে পারছিলাম না। যদও ওই দিনের গোটা শ্যুটিং আমি করি। রাতে জানানো হয়, আমায় বাদ দেওয়া হয়েছে। পরে দেখি ওই ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন শ্রীলেখা মিত্র। ”

প্রিয়া কার্ফা

সম্প্রতি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘স্বজনপোষণ’ নিয়ে প্রথম মুখ খোলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি নিজের ইউটিউব চ্য়ানেলে প্রসেনজিৎ, ঋতুপর্ণা সহ একাধিক জনের বিরুদ্ধে ‘স্বজনপোষণ’-এর অভিযোগ আনেন। আর এরপরই এই ইস্যুতে বেসরকারি সংবাদ মাধ্যমের লাইভে মুখ খোলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্ব। এই বিষয়টিই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর নজরে আসে বলে জানান ‘শত্রু মিত্র’ খ্য়াত অভিনেত্রী প্রিয়া কার্ফা। তিনি অবশ্য শুধু ‘শত্রু মিত্র’ ছবিতেই নন, আরও বেশকয়েকটি বাংলা ছবিতে এবং ওড়িয়া ছবিতেও অভিনয় করেছেন। শেষবার ‘সন্ধে নামার আগে’ ছবিতে দেখা গিয়েছিল প্রিয়া কার্ফাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tollywood, #Sreelekha Mitra, #Priya Karfa, #nepotism, #Entertainment

আরো দেখুন