রাজ্য বিভাগে ফিরে যান

করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা, কাল নবান্নে মমতার সর্বদল বৈঠক

June 23, 2020 | 2 min read

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল বুধবার নবান্নে বিকেল ৩টেয় এই বৈঠক হবে। রাজ্য বিধানসভায় প্রতিনিধিত্ব রয়েছে, এমন রাজনৈতিক দলগুলির পরিষদীয় নেতৃত্ব ও দলীয় নেতৃত্বকে এই বৈঠকে আমন্ত্রণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেই সোমবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-সহ বিরোধী দলের কয়েকজন নেতাকে ফোন করে বৈঠকে থাকতে বলেন। দিলীপ জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে বুধবার তিনি নবান্নে যাবেন। রাজনৈতিক মহল মনে করছে, এই বৈঠকের আসল চমক এখানেই।

সোমবারই নবান্নে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এদিন পর্যন্ত রাজ্যে ৮২৯৭ জন কোভিড রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ, ৫৯.৪৯% রোগী সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন, যা জাতীয় হারের (৫৫.৪৮%) চেয়ে অনেকটাই ভালো। সন্ধ্যায় আলাপন এ কথা বলার পরে স্বাস্থ্য দপ্তরের দেওয়া বুলেটিনে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় আরও ৩৯০ জন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সূত্রে মোট করোনা-মুক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,৬৮৭-এ। ফলে রোগমুক্তির হার আরও বেড়ে হয়েছে ৬০.৫ শতাংশ। তবে রাজ্যে কোভিড-আক্রান্তের সংখ্যাটা এদিনই ৪১৩ বেড়ে ১৪ হাজার ছাপিয়েছে।

আলাপন এ-ও বলেছেন যে, ‘রাজ্য সরকার কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছে। এর সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে এই বৈঠক ডেকেছেন। সরকার মনে করে, রাজ্যের সর্বশেষ কোভিড পরিস্থিতি নিয়ে সব দলের সঙ্গে আলোচনা করার প্রয়োজন। ব্যতিক্রমী পরিস্থিতিতে এই বৈঠক ডাকা হয়েছে।’ রাজ্যের জনজীবনকে স্বাভাবিক করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও প্রসারিত করার বিষয়ে সব দলের মতামত শুনতে আগ্রহী সরকার। এ ব্যাপারে সব দলকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। বৈঠকে থাকবেন বিধানসভার অধ্যক্ষও। গত মঙ্গল ও বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বলার সুযোগই পাননি বাংলার মুখ্যমন্ত্রী। তা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মমতা। কারণ, করোনা পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই কেন্দ্র-রাজ্য এবং দল নির্বিশেষে একসঙ্গে চলার বার্তা দিয়ে আসছিলেন তিনি। বুধবারের বৈঠকে সেই বার্তা জোরালো ভাবে আরও একবার দিতে চান তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #all party meeting, #Mamata Banerjee

আরো দেখুন