রাজ্য বিভাগে ফিরে যান

৩১ জুলাই পর্যন্ত বন্ধ স্কুল-কলেজ: পার্থ চট্টোপাধ্যায়

June 24, 2020 | 2 min read

৩১ জুলাই পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল । কিন্তু যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে জুলাই মাসেও স্কুল বন্ধই রাখতে হবে বলে মনে করে রাজ্য সরকার। করোনা সংক্রমণ রুখতে গত মার্চের মাঝামাঝি থেকে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধ। দফায় দফায় লকডাউনের জেরে ফের কবে তা খুলবে, তা নিয়ে চিন্তায় রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

এর আগে, জুন মাসের ১০ তারিখে নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘মনে হচ্ছে জুলাই মাসেও স্কুল খুলবে না’। আর তা হলও বটে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন ৩১ জুলাই পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে। প্রশাসনিক কাজকর্ম চলবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে। এ দিন তিনি জানিয়েছেন, ৩০ জুনের পরিবর্তে ৩১ জুলাই পর্যন্ত সমস্ত স্কুল- কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ রাখা হয়েছে। উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি কবে হবে? জানা গিয়েছে জুলাই মাসের ২,৬,৮ তারিখে হবে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা।

এ দিকে মাধ্যমিক পরীক্ষা শেষের পর কেটে গিয়েছে সাড়ে তিন মাসেরও বেশি সময়। পরীক্ষার ফল কবে বেরোবে, তা নিয়ে উৎকণ্ঠায় সওয়া ১০ লক্ষ পড়ুয়া ও তাদের অভিভাবকরা। মধ্যশিক্ষা পর্ষদ ১৫ জুলাইকে পাখির চোখ করে ফলপ্রকাশের তোড়জোড় শুরু করেছে। মাধ্যমিকের ফল প্রকাশ কবে হবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। রেজাল্ট প্রস্তুত থাকলেও কবে ফল প্রকাশ হবে তা নির্ভর করছে রাজ্য সরকারের সবুজ সংকেতের উপরেই। লকডাউন চলাকালীনই মধ্যশিক্ষা পর্ষদের তরফে উত্তরপত্র ওর নম্বর সংগ্রহের কাজ শুরু করে দেওয়া হয়েছিল। বিশেষত প্রথম দফায় গ্রীন, তারপর অরেঞ্জ ও সবশেষে অঞ্চল থেকে উত্তরপত্র নম্বর সংগ্রহের কাজ শুরু করা হয়। বেশিরভাগ উত্তরপত্র ও নম্বর সংগ্রহের কাজ হয়ে গেলেও শেষমেষ পর্ষদের তরফে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরপত্র জমা দেওয়ার নির্দেশিকা জারি করা হয় মূল্যায়নকারী শিক্ষকদের উদ্দেশে। নির্দেশিকার জেরে ১০০% নম্বরই জমা পড়েছে পর্ষদের কাছে।

এ দিকে, করোনার ভয়ে উচ্চ মাধ্যমিকের বাকি তিনদিনের পরীক্ষা ও শিক্ষাবর্ষ পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। তাঁদের বক্তব্য, এখন পরীক্ষা নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর মন্তব্য, ‘সর্বভারতীয় প্রেক্ষাপটের দিকে নজর রাখছি।’ আইসিএসই কাউন্সিল ইতিমধ্যেই জানিয়েছে, দশম এবং দ্বাদশের বাকি পরীক্ষা আর বাধ্যতামূলক থাকছে না। পরীক্ষাগুলি হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে পড়ুয়ারাই। ৩১ জুলাই পর্যন্ত স্কুলছুটির বিজ্ঞপ্তি জারি করেছেন শিক্ষাসচিব।

TwitterFacebookWhatsAppEmailShare

#School, #partha chatterjee, #college

আরো দেখুন