রাজ্য বিভাগে ফিরে যান

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত বিধায়ক তমোনাশ ঘোষ

June 24, 2020 | < 1 min read

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বিধায়ক তমোনাশ ঘোষ। কোভিডে আক্রান্ত হওয়ার পর বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার সকালে তাঁর মৃত্যুর খবর আসে। করোনায় আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে এই প্রথম কোনও বিধায়কের মৃত্যু হল।

তমোনাশ ঘোষ দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। ২০০১-এ সেই আসনে তৃণমূলের টিকিটে জয়লাভ করেন তিনি। তার পর থেকে টানা চারবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বিধায়ক তমোনাশ ঘোষের

করোনায় আক্রান্ত হয়ে ওই বেসরকারি হাসাপাতালে প্রায় এক মাস ধরে ভর্তি ছিলেন তিনি। মাঝে জানা গিয়েছিল তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু কিছু দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তমোনাশের পরিস্থিতির অবনতির কথা। আজ সকালে খবর এল তিনি প্রয়াত হয়েছেন।

তোমোনাশের পরিবারের অন্যান্যরাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তাঁরা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। সময় মতো চিকিৎসা করে বাড়িও ফিরে যান। কিন্তু ভোটের লড়াইয়ে বিরোধীদের হেলায় হারালেও করোনা-যুদ্ধে জয়ী হয়ে পারলেন না তৃণমূলের এই বিধায়ক।  

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #tmc, #mla tamonash ghosh

আরো দেখুন