দেশ বিভাগে ফিরে যান

এবার নয়া অ্যাপ ‘শ্রমিক সেতু’ চালুর ভাবনা কেন্দ্রের

June 25, 2020 | < 1 min read

‘আরোগ্য সেতু’র পর এ বার ‘শ্রমিক সেতু’- নামে নয়া অ্যাপ চালুর ভাবনা কেন্দ্রের সূত্রের খবর, শ্রম মন্ত্রকের তৈরি করা এই অ্যাপের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের সমস্যার সমাধান করার চেষ্টা করবে মোদী সরকার। এতে রেজিস্ট্রেশন করলে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কথা জানতে পারবেন পরিযায়ীরা। অ্যাপের মাধ্যমেই সেগুলিতে আবেদনও করতে পারবেন।

এবার নয়া অ্যাপ ‘শ্রমিক সেতু’ চালুর ভাবনা কেন্দ্রের

রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে তাঁদের। সঙ্গে একটি ওয়েব পোর্টালও থাকছে। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের তৈরি ওই অ্যাপ আগামী মাসের গোড়াতেই উদ্বোধন করা হতে পারে। যদিও, এতদিন পর এই অ্যাপ কতটা উপকারে লাগবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sramik Setu App, #Migrant Labourers, #central government

আরো দেখুন