রাজ্য বিভাগে ফিরে যান

লক্ষ্য বিধানসভা নির্বাচন, বাংলায় অভিন্ন কর্মসূচি বাম-কংগ্রেসের

June 25, 2020 | < 1 min read

বিধানসভা ভোটের দিকে এগোনোর পথে আরও বেশি করে যৌথ কর্মসূচি নেওয়া হবে। সেই সঙ্গেই সামনে রাখা হবে অভিন্ন কর্মসূচি। যার ভিত্তিতে আন্দোলনের রূপরেখা ঠিক হবে। রাজ্য বামফ্রন্ট ও প্রদেশ কংগ্রেস নেতৃত্বের মধ্যে বুধবার রাতের প্রাথমিক বৈঠকে এমন সিদ্ধান্তই হল। মনমোহন সিংহের নেতৃত্বে প্রথম ইউপিএ সরকারকে বামেরা সমর্থন করেছিল অভিন্ন ন্যূনতম কর্মসূচির ভিত্তিতেই।

অভিন্ন কর্মসূচি নিয়ে এগোবে বাম-কংগ্রেস

নবান্নে এ দিন সর্বদল বৈঠক চলেছিল চার ঘণ্টা। ওই দীর্ঘ বৈঠকের পরে এ দিন রাতে বামফ্রন্ট ও প্রদেশ কংগ্রেস নেতাদের প্রাথমিক আলোচনা দীর্ঘক্ষণ চলেনি। ঠিক হয়েছে, পেট্রল ও ডিজেলের দাম বেড়ে চলার প্রতিবাদ জানাতে আগামী ২৯ জুন বাম ও কংগ্রেস নেতারা একত্রে রাস্তায় নামবেন দূরত্বের বিধি মেনে। জেলাশাসকদের দফতরের সামনেও যৌথ ভাবে বিক্ষোভ করে রাষ্ট্রপতির কাছে দাবিপত্র পাঠানো হবে। আসন ভাগাভাগির কোনও সূত্র নিয়ে এ দিন অবশ্য আলোচনা হয়নি। প্রদেশ কংগ্রেসের এক শীর্ষ নেতার কথায়, ‘‘আসন নিয়ে আলোচনার সুযোগ হয়নি। যৌথ ভাবে আরও বেশি কর্মসূচি নিয়ে এখন বিপন্ন ও ক্ষুব্ধ মানুষের পাশে থাকতে হবে। অভিন্ন কর্মসূচিও তৈরি হবে।’’

 বৈঠকের পরে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘‘বিজেপি ও তৃণমূল, এই দলকেই মানুষের থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে আমাদের পথ চলতে হবে। সেইমতোই নানা কর্মসূচি নিতে হবে।’’ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের বক্তব্য, ‘‘বিজেপি এবং তৃণমূলের বিরোধী সব মানুষকে আমরা এক জায়গায় আনতে চাই। বাম দলগুলিকে সঙ্গে নিয়ে পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির মতো জ্বলন্ত সমস্যা নিয়ে আন্দোলন হবে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Congress, #Left Front

আরো দেখুন