বিবিধ বিভাগে ফিরে যান

বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক নিমাই ভট্টাচার্য প্রয়াত

June 25, 2020 | < 1 min read

প্রয়াত হলেন বিশিষ্ট সাহিত্যিক তথা সাংবাদিক নিমাই ভট্টাচার্য (Nimai Bhattacharjee)। বৃহস্পতিবার সকালে টালিগঞ্জের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

বিগত বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন নিমাইবাবু।

১৯৩১-এর ১০ এপ্রিল বাংলাদেশের (Bangladesh) মগুরা জেলার শরশুনা গ্রামে জন্ম হয় তাঁর। ১৯৪৮ সালে ম্যাট্রিক পাশ করে কলকাতার রিপন কলেজে ভর্তি হন। কলেজে পড়তেই সাংবাদিকতা শুরু করেন তিনি।

১৯৫০ সালে ‘লোকসেবক’ পত্রিকা দিয়ে সাংবাদিকতা জীবনের শুরু তাঁর। তারপর দিল্লিতে গিয়ে বেশ কয়েকটি কাগজের হয়ে সংসদ, কূটনৈতিক ও রাজনৈতিক প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তিনি। ১৯৮০ পর্যন্ত তিরিশ বছরের সাংবাদিকতা জীবন ছিল তাঁর। বেশিরভাগ সময়ে দিল্লিতে কাতিয়েছেন।

নিমাই ভট্টাচার্য প্রয়াত

দীর্ঘ সাংবাদিকতা জীবনে জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, ভি কে কৃষ্ণমেনন, মোরারজী দেশাই, ইন্দিরা গান্ধী-সহ অনেকের স্নেহভাজন ছিলেন তিনি। জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন, কমনওয়েলথ সম্মেলনসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী-সহ বিখ্যাত নেতৃবৃন্দের সফরেসঙ্গী হওয়ার অভিজ্ঞতা ছিল তাঁর।

তবে তাঁর সাহিত্যগুলির আড়ালে ঢাকা পড়ে গিয়েছে দীর্ঘ সাংবাদিক জীবন। ১৯৬৩ সালে তার লেখা একটি উপন্যাস কলকাতার সাপ্তাহিক অমৃতবাজার পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং তা ব্যাপক প্রশংসা অর্জন করে। এরপর, তার চারটি উপন্যাস একই পত্রিকায় প্রকাশিত হয়।

‘মেমসাহেব’ তাঁর অন্যতম সৃষ্টি। এ ছাড়া ‘পিয়াসা’, ‘ম্যারেজ রেজিস্ট্রার’, ‘অষ্টাদশী’, ‘ডিপ্লোম্যাট’, ‘নাচনী’-এর মতো অসংখ্য উপন্যাস রয়েছে তাঁর।

TwitterFacebookWhatsAppEmailShare

#NIMAI BHATTACHARJEE, #JOURNALIST AND AUTHOR

আরো দেখুন