বিনোদন বিভাগে ফিরে যান

“সোনু নিগমের সঙ্গে আবু সালেমের যোগ ছিল” গায়ককে একহাত নিলেন দিব্যা

June 26, 2020 | < 1 min read

সোনু নিগমের সঙ্গে ভূষণকুমারের গায়িকা, অভিনেত্রী স্ত্রী দিব্যা খোসলার ঝামেলা অন্যদিকে মোড় নিল। নতুন ভিডিয়ো পোস্টে দিব্যার অভিযোগ, আবু সালেমের সঙ্গে জড়িত আছেন সোনু। সোনুর জন্যই তিনি ও তাঁর পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিচ্ছেন গায়করাও। তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

‘অকৃতজ্ঞ’ সোনুর বিরুদ্ধে ‘মি টু’র অভিযোগ আনারও হুমকি দিয়ে দিব্যা প্রশ্ন তোলেন, কেন সোনুর স্ত্রী তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন? যার জবাবে ব্যঙ্গাত্মক পোস্ট করে সোনু বলেন, ‘দিব্যা পোস্ট কী ভাবে শুরু করবেন, ভুলে গিয়েছেন।’

“সোনু নিগমের সঙ্গে আবু সালেমের যোগ ছিল” গায়ককে একহাত নিলেন দিব্যা

এ সবের মধ্যে গায়ক পলাশ সেন নাম না করে ঠুকেছেন সোনুকে। তাঁর সাফ কথা, ‘এতদিন যাঁরা মিউজিক ইন্ডাস্ট্রির অসদাচরণ নিয়ে মুখ খোলেননি, এখন তাঁদের মুখ খোলা মানায় না।’

দিব্যা ঠিক কী বলেছেন? এক নতুন পোস্টে তাঁর মন্তব্য, ‘কতজন নতুন গায়কগায়িকাকে সুযোগ দিয়েছেন সোনু? নয়াদিল্লির রামলীলা ময়দানে পাঁচ টাকার বিনিময়ে গান গাইতেন সোনু। আমার শ্বশুর গুলশন কুমার তাঁকে প্লেনের টিকিট দিয়ে দিল্লি থেকে মুম্বই নিয়ে আসেন বড় শিল্পী বানাবেন বলে। গুলশন হত্যার পর ‘অকৃতজ্ঞ’ সোনু অন্য মিউজিক সংস্থায় যোগ দেন। তিনি ভেবেছিলেন ১৮ বছর বয়সী ভূষণ সংস্থা সামলাতে পারবেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sonu Nigam, #Divya Khosla Kumar, #Abu Salem

আরো দেখুন