রাজ্য বিভাগে ফিরে যান

রাস্তায় নামতে বেসরকারি বাসগুলিকে ১৫ হাজার টাকা করে ভর্তুকি দেবে রাজ্য সরকার – ঘোষণা মমতার

June 26, 2020 | < 1 min read

রাজ্যবাসীর জন্য জোড়া বড় ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১ জুলাই থেকে সমস্ত বেসরকারি বাসকে রাস্তায় নামাতে ভর্তুকি দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাসের ভাড়া বাড়ানো হবে না বলেও সাফ জানিয়ে দিলেন তিনি। একইসঙ্গে, ১ জুলাই থেকে মেট্রো পরিষেবা চালুরও প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। ১ জুলাই থেকে রাজ্যে লকডাউনে ছাড়ের মেয়াদ আরও একঘণ্টা বাড়ানো হচ্ছে বলেও ঘোষণা করা হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শুক্রবার সাংবাদিক বৈঠক করে একাধিক বড় ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি বলেন, ‘ডিজেলের দাম বাড়ছে। পাশাপাশি সরকারি নিয়ম মানতে হচ্ছে বাসগুলিকে। ফলে ক্ষতির মুখে পড়ছেন তাঁরা। তাই ৬ হাজারের মধ্যে মাত্র আড়াই হাজার বাস রাস্তায় নামছিল। এবার সমস্ত বাস রাস্তায় নামাতে বাসপিছু ১৫ হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে।’ আগামী তিন মাস এই ভর্তুকি দেওয়া হবে। ফলে ১ জুলাই থেকে সমস্ত বেসরকারি বাস রাস্তায় নামবে বলে মনে করা হচ্ছে। বেসরকারি বাসের চালক ও কন্ডাক্টরদের স্বাস্থ্যসাথীর আওতায় আনা হচ্ছে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবার থেকে এই প্রকল্পের সুবিধা মিলবে ভেলোর ও এইমস হাসপাতালেও। বৈঠকে এই প্রস্তাবে ইউনিয়নগুলিও রাজি হয়েছেন বলে খবর।

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, পুলিশের তরফেও বাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। কোথাও প্রচুর মানুষ একসঙ্গে জড়ো হয়ে গেলে বাস কর্তৃপক্ষকে খবর দেওয়া হচ্ছে। তাঁরা এসে সেখান থেকে যাত্রীদের নিয়ে যাচ্ছেন। পুলিশের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #private bus

আরো দেখুন