← প্রযুক্তি বিভাগে ফিরে যান
স্যামসাং গ্যালাক্সি এম১১ বনাম স্যামসাং গ্যালাক্সি এম২১-কে এগিয়ে
সম্প্রতি ভারতে লঞ্চ করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১১। এই বাজেট ফোনটিতে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। অন্যদিকে মার্চে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এম২১। কম দামের এই ফোনেও রয়েছে আকর্ষনীয় স্পেসিফিকেশন।
স্যামসাং গ্যালাক্সি এম১১ বনাম স্যামসাং গ্যালাক্সি এম২১ এর দাম
স্যামসাং গ্যালাক্সি এম১১ -এর দাম শুরু হচ্ছে ১০,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে গ্যালাক্সি এম২১-এর দাম শুরু হচ্ছে ১৩,৪৯৯ টাকা থেকে।
স্যামসাং গ্যালাক্সি এম১১ স্পেসিফিকেশন
- ডুয়াল সিমযুক্ত স্যামসাং গ্যালাক্সি এম১১ -এ থাকছে ৬.৪ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে।
- এই ফোনে স্ন্যাপড্রাগন চিপসেট থাকতে পারে। যদিও লঞ্চের সময় চিপসেটের নাম জানায়নি স্যামসাং।
- ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
- গ্যালাক্সি এম১১ -এর পিছনে তিনটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় ১৩ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে একটি ৫ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে ৪ মেগাপিক্সেল ক্যামেরা।
- কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ফোরজি, ওয়াইফাই ৮০২.১১ বি/জি/এন, ব্লুটুথ ৪.২, জিপিএস, গ্লোন্যাস, বিইডু ও গ্যালিলিও। ফোনের ভিতরে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। সঙ্গে রয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং।
স্যামসাং গ্যালাক্সি এম২১ স্পেসিফিকেশন
- ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে
- এক্সিনোজ ৯৬১১ চিপসেট
- ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ
- নতুন ফোনে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ওয়ান ইউআই ২.০ স্ক্রিন চলবে।
- ৬,০০০ এমএএইচ ব্যাটারি
- ফোরজি ভোল্টিই, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস/ এ-জিপিএস, ইউএসবি টাইপ-সি ও ৩.৫ মিমি অডিও পোর্ট।
- এই ফোনের ওজন ১৮৮ গ্রাম।
- ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে ৪৮-মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে ৮-মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ৫-মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে ২০-মেগাপিক্সেল ক্যামেরা।