দেশ বিভাগে ফিরে যান

বিচারপতি বোবদের ৫১ লাখি বাইকে সওয়ার হওয়ার ছবি ভাইরাল

June 29, 2020 | < 1 min read

ছেলেবেলা থেকেই তাঁর বাইক প্রীতি সর্বজনবিদিত। কখনও রয়্যাল এনফিল্ডের (Royal Enfield) বুলেট তো কখনও আবার হার্লে ডেভিডসনের (Harley Davidson)  লিমিটেড এডিশনের ৫১ লাখি ‘সিভিও ২০২০’। বড় দুর্ঘটনাও (Accident) তাঁকে বাইক থেকে দূরে রাখতে পারেনি। তিনি আর কেউ নন, দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে (S A Bobde)। সম্প্রতি, ক্যাজুয়াল পোশাকে তাঁর বাইক সওয়ারির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা দেখে কেউ কেউ যেমন, প্রধান বিচারপতি সোয়্যাগকে (Swag) স্বাগত জানিয়েছেন, কেউ কেউ তেমন নাকও সিঁটকেছেন। মোটকথা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বোবদের বাইকপ্রীতি আপাতত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হটকেক।  ওই বাইকটি নাগপুরের এক বিজেপি নেতার ছেলের নামে রেজিস্টার্ড বলে খবর। 

বিচারপতি বোবদে


সম্প্রতি নাগপুরে গিয়েছিলেন প্রধান বিচারপতি। উইক এন্ডের ছুটি কাটাচ্ছিলেন সেখানে। সেই সময়েই হার্লের ‘সিভিও ২০২০’ সওয়ার হয়েছিলেন তিনি। পরনে টিশার্ট, ক্যাজুয়াল প্যান্ট। সঙ্গে পায়ে স্নিকার্স, চোখে সানগ্লাস। তাঁর আশপাশে হাজির ছিলেন অনেকেই। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু বিপত্তি বাঁধল অন্যত্র। মহারাষ্ট্রে হু হু করে করোনা সংক্রমণ ছড়াচ্ছে। এমন পরিস্থিতিতে প্রধান বিচারপতির মুখে মাস্ক না থাকা দেশবাসীকে ভুল বার্তা দেবে বলেই মনে করছে নেটিজেনদের একাংশ। এমনকী বোবদের মাথায় হেলমেটও ছিল না। যা আরও একপ্রস্থ বিতর্ক তৈরি করেছে। তাঁর চারপাশে উপস্থিত লোকজন নাকি সামাজিক দূরত্ব মানেনি বলেও অভিযোগ।

TwitterFacebookWhatsAppEmailShare

#chief justice, #bike ride, #Social Media Viral, #Viral, #Bobde

আরো দেখুন