এবার কি সত্যিই WhatsApp, Facebook-এ করোনা ট্র্যাকার?
সম্প্রতি একটা খবর বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সকলের স্মার্টফোনে নাকি WhatsApp, Facebook বা Twitter-এর মাধ্যমে করোনা ট্র্যাকার চালু হয়ে যাচ্ছে! ফলে অজান্তের আপনার ফোনে নজরদারি চালাচ্ছে এই সংস্থাগুলি।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ওই খবরে দাবি করা হয়েছে, স্মার্টফোনে ব্লুটুথ ডিভাইস একবার অন হয়ে গেলেই এই করোনা ট্র্যাকার চালু হয়ে যাচ্ছে! শোনা যাচ্ছে Apple আর Google— এই দুই মার্কিন সংস্থা যৌথ ভাবে এই করোনা ট্র্যাকার তৈরি করেছে। কিন্তু কতটা সত্যি এই খবর?
এই খবর সম্পূর্ণ সত্য নয়। কারণ, Apple আর Google যৌথ ভাবে একটি করোনা ট্র্যাকার তৈরি করেছে— এ কথা সত্যি হলেও সেটি এখনও তৈরি হয়নি। আর ওই করোনা ট্র্যাকার তৈরি হয়ে গেলেও বিনা অনুমতিতে ওই ট্র্যাকার কোনও ভাবেই সক্রিয় হবে না। এই ট্র্যাকার Android and iOS ডিভাইসগুলিতে ব্যবহারকারীদের অনুমতিতেই চালু করা হবে বা ব্যবহারকারীরা চাইলে তবেই স্মার্টফোনে সক্রিয় হবে এই ট্র্যাকার।