দেশ বিভাগে ফিরে যান

চীনকে পাল্টা তোপ ভারতের, ব্যান ৫৯ চীনা অ্যাপ

June 30, 2020 | < 1 min read

সীমান্ত উত্তেজনার আবহে এ বার সরাসরি চীনের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের পথে হাঁটল কেন্দ্র সরকার। টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় চীনা অ্যাপ নিষিদ্ধ করার কথা ঘোষণা করল ভারত সরকার। টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, লাইকি, ইউচ্যাট, বিগো লাইভ-সহ মোট ৫৯টি চীনা অ্যাপকে সোমবার নিষিদ্ধ করল তথ্যপ্রযুক্তি মন্ত্রক। নিষিদ্ধ অ্যাপের তালিকায় রয়েছে ক্লাব ফ্যাকট্রি, এমআই কমিউনিটি, ভাইরাস ক্লিনার, এমআই ভিডিয়ো কল-শাওমি, হেলো, বিউটি প্লাস, ইউ ক্যাম মেকআপ, ক্যাম স্ক্যানার, সুইট সেলফি, প্যারালেল স্পেস, ইউসি নিউজ, উই মিট, ডিইউ রেকর্ডার, মোবাইল লেজেন্ডস, ওন্ডার ক্যামেরা। এর আগে টিকটক, জুমের মতো জনপ্রিয় ভিডিয়ো কনফারেন্সিং অ্যাপ এবং বিবিধ পরিষেবা দেওয়া ইউসি ব্রাউজার, জেন্ডার, শেয়ারইট, ক্লিন-মাস্টার’এর মতো বহুল প্রচলিত ৫২টি অ্যাপ অবিলম্বে দেশে ব্যবহার বন্ধ করে দেওয়া বা জনগণকে তা ব্যবহার না-করতে পরামর্শ দিতে কেন্দ্রকে পরামর্শ দিয়েছিল ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট। কর্তৃপক্ষের দাবি, স্মার্টফোনে থাকা এই সমস্ত অ্যাপের মাধ্যমে গ্রাহকের অনেক গোপন তথ্য দেশের বাইরে নিয়ে চলে যাওয়ার প্রমাণ মিলেছে।

তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই অ্যাপগুলি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য ক্ষতিকারক। সে কারণেই নিষিদ্ধ করা হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে। তথ্যপ্রযুক্তি মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, ১৩০ কোটি ভারতবাসীর তথ্য সুরক্ষিত রাখার প্রশ্নে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে মোবাইল অ্যাপকে অপব্যবহার করে গ্রাহকদের তথ্য চুরি করা হচ্ছে বলে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল তথ্য প্রযুক্তি মন্ত্রকে। এরপরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#india china standoff, #China Apps

আরো দেখুন