রাজ্য বিভাগে ফিরে যান

শুধু অ্যাপ বাতিল না, চীন কে কড়া জবাব দিতে হবে: মমতা

July 1, 2020 | < 1 min read

শুধু কিছু অ্যাপ বাতিল করেই সীমান্তে চিনের মোকাবিলায় ফল পাওয়া যাবে না বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘দেশের স্বার্থে কেন্দ্রীয় সরকারকে সব পদক্ষেপই করতে হবে। চিনকে যথার্থ জবাবই দিতে হবে। তা না হলে মানুষ প্রশ্ন করতেই পারেন, সরকার কী করছে?’’ 

তবে দেশের স্বার্থে কেন্দ্র যে পদক্ষেপ করবে, তাঁরা তাকে পূর্ণ সমর্থন দেবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লাদাখ সীমান্ত নিয়ে চিনের সঙ্গে সম্পর্কের অবনতিতে সোমবারই ৫৯ টি চিনা অ্যাপ বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘শুধু কতগুলি অ্যাপ নিষিদ্ধ করেই কাজ হবে না। দেশের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ করতে হবে কেন্দ্রীয় সরকারকে।’’ তাঁর মতে, দেশের সীমান্ত রক্ষায় কেন্দ্রীয় সরকারের যেমন কঠোর ভূমিকা নেওয়া প্রয়োজন তেমনই শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আলোচনার মাধ্যমেও চেষ্টা চালানো উচিত।

এ সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘‘বিদেশনীতির বিষয়ে আমরা সবসময়ই কেন্দ্রীয় সরকারের পাশে আছি।’’ দল হিসেবে এই বিষয়ে তৃণমূলের অবস্থানও স্পষ্ট করে দিয়েছেন মমতা। তিনি বলেন, ‘‘বৈদেশিক নীতির ক্ষেত্রে আমরা সবসময় কেন্দ্রীয় সরকারের পাশে আছি। দেশের প্রয়োজনে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ করবে তাতে আমাদের পূর্ণ সমর্থন থাকবে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#india china standoff, #Mamata Banerjee

আরো দেখুন