২১শে জুলাইয়ের ভার্চুয়াল মহড়া আজ করবেন মমতা
লাখো মানুষের সমাগমে আগের মতো এবার ২১ জুলাইয়ের সমাবেশ সম্ভব নয়— তা একবাক্যে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। শহিদ দিবসের কর্মসূচি ঠিক করতে দলীয় নেতৃত্বের সঙ্গে আগামী ৩ জুলাই বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠককে ঘিরেই তৃণমূল শিবিরে এখন কৌতূহল তুঙ্গে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠক হবে। তার আগে আজ, বুধবার মহড়া হবে। বৈঠকে ডাক পাওয়া প্রতিনিধিদের সঙ্গে ক্যামেরা, নেট কানেকশনের যাবতীয় বিষয় ঝালিয়ে নেওয়া হবে বলে দলীয় সূত্রে খবর। শুক্রবারের বৈঠককে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন কলকাতা থেকে জেলার তৃণমূল নেতারা। অনেকেই মনে করছেন, এবার হয়তো ভিন্ন আঙ্গিকে হবে শহিদ দিবসের কর্মসূচি। প্রতিবছরই ২১ জুলাইয়ের আগে জেলায় জেলায় কর্মসূচি নেওয়া হয়। করোনা পরিস্থিতির জেরে এবার তা সম্ভব হয়ে উঠছে না। করোনা ও উম-পুনের জোড়া ফলায় বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকাটাকেই গুরুত্ব দিয়েছে রাজ্যের শাসক দল। অন্যদিকে, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিদিনই সরব হচ্ছে তৃণমূল নেতৃত্ব। চীনা অ্যাপে নিষেধাজ্ঞা নিয়ে এদিন ট্যুইটের মাধ্যমে কেন্দ্রকে নিশানা করেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রীকে চীনা অ্যাপে শহিদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে দেখা গিয়েছিল। চীনকে উপযুক্ত জবাব দেওয়ার নাম করে এখন সেই অ্যাপে নিষেধাজ্ঞা জারি করেছেন। অথচ চীনা অনুপ্রবেশের কথা প্রধানমন্ত্রী অস্বীকার করতে চাননি।