ক্রোম স্টোর থেকে স্পাইওয়্যার ৩.২কোটি কম্পিউটারে
গুগল ক্রোম ওয়েব স্টোর – ইন্টারনেট দুনিয়ায় এক আশ্চর্য সব পেয়েছির দেশ। এখান থেকে অ্যাড-অন অ্যাপ্লিকেশন উইন্ডো ইনস্টল করে নিন। আপনার ইন্টারনেট সার্চ অনেক সহজ হয়ে যাবে।
এই বিশ্বজোড়া জনপ্রিয়তাকেই কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যাওয়েক সিকিওরিটির বিশেষজ্ঞরা দেখেছেন, বিনামূল্যে অন্য পরিষেবা দেওয়ার নাম করে এই দুষ্কৃতীরা প্রথমে গুগল ক্রোম ওয়েব স্টোরে ঘাঁটি গেড়েছিল।
কম্পিউটারের জন্য বিপজ্জনক ওয়েবসাইট খুঁজে দেওয়া, প্রয়োজনমাফিক ডিজিটাল ফাইলের ফর্ম্যাট বদলে দেওয়ার মতো সুবিধার প্রতিশ্রুতিও দিত তারা। এই ভাবে লোভ দেখিয়ে ৩.২ কোটি এক্সটেনশন ডাউনলোডের মাধ্যমে গ্রাহকের কম্পিউটারে নতুন এক ধরনের স্পাইওয়্যার চালান করে দিয়েছে ওই হ্যাকাররা।
সরকারি ভাবে এই হামলার কথা মেনেও নিয়েছে গুগল। সংস্থার মুখপাত্র স্কট ওয়েস্টওভার জানিয়েছেন, এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিধি বা পরিমাণ কত, তা বলা যাচ্ছে না। তবে বিষয়টি সম্পর্কে অবহিত হওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া শুরু করেছেন কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ৭০টি ‘ক্ষতিকারক’ অ্যাড-অনকে ওয়েব স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।