← রাজ্য বিভাগে ফিরে যান
রেশনে বিনা মূল্যে খাদ্য প্রাপকের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেল
চলতি মাসে রেশনে বিনা পয়সায় খাদ্য প্রাপকের মোট সংখ্যা মে মাসকে ছাপিয়ে গেল। রবিবার ২৮ জুন পর্যন্ত মোট ৯ কোটি ৩৪ লক্ষ ১১ হাজার ৯০ জন রেশনে বিনা পয়সায় খাদ্য পেয়েছেন। মে মাসের ৩১ দিনে খাদ্য পেয়েছিলেন ৯ কোটি ৩৩ লক্ষ ১৫ হাজার ৬৩৪ জন। জুন মাসে খাদ্য প্রাপকদের সংখ্যা এখনও পর্যন্ত বেড়েছে প্রায় ৯৫ হাজার।
একদিন বাকি থাকায় প্রাপকের সংখ্যা আরও কিছু বাড়বে। এমাসে মোট রেশন গ্ৰাহকদের প্রায় ৯৩ শতাংশ এখনও খাদ্য সংগ্ৰহ করেছেন। খাদ্যদপ্তরের এক শীর্ষকর্তা জানিয়েছেন, লকডাউনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশনে রাজ্যবাসীকে বিনা পয়সা খাদ্য দেওয়ার যে বিশেষ প্যাকেজ দিয়েছেন, তাতে যে ব্যাপক সাড়া মিলেছে, তা এই পরিসংখ্যানই বলে দিচ্ছে। জুলাই মাসেও বিশেষ প্যাকেজ চলবে। তাই আগামী মাসে প্রাপকের সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে।