উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

করোনা আবহে দার্জিলিঙের হোটেলে রাত্রিবাস নিয়ে জট

July 2, 2020 | < 1 min read

 খাতায় কলমে দার্জিলিং পর্যটকদের জন্য খুলে দেওয়া হলেও হোটেলে রাত্রিবাস নিয়ে জট কাটল না। স্থানীয় বাসিন্দাদের একটাই যুক্তি, তাদের পাহাড়ে ফেরার পরে যদি চোদ্দ দিন কোয়ারান্টিনে থাকতে হয়, তাহলে পর্যটকদের জন্য ভিন্ন ব্যবস্থা কেন? এই প্রশ্নের সন্তোষজনক উত্তর না-পাওয়ায় তাঁরা পর্যটকদের হোটেলে থাকতে দিতে নারাজ। হোটেল মালিকরাও হুজ্জুতির ভয়ে পর্যটকদের বুকিং নেওয়া বন্ধ রেখেছেন।

এর আগে হোটেল মালিকদের সঙ্গে বৈঠক করে পয়লা জুলাই থেকে টাইগার হিল, চিড়িয়াখানা, রোপওয়ে, রক গার্ডেন-সহ পার্কগুলি খুলে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন জিটিএর কর্তারা। বুধবার অবশ্য কিছুই খোলেনি। তবুও পাহাড়ে পর্যটকরা যাচ্ছেন। রাত্রিবাস করার সুযোগ না-থাকায় দিনের বেলা ম্যাল-সহ অন্যত্র ঘোরাঘুরি করে ফিরে আসছেন। জিটিএ অবশ্য হাল ছাড়তে রাজি নয়। জিটিএর তরফে সুরজ শর্মা বলেছেন, ‘যে শর্তে গোটা দেশে পর্যটন শুরু হয়েছে, দার্জিলিঙেও সেই ব্যবস্থা করা হয়েছে। তবে টেকনিক্যাল কিছু সমস্যা এখনও মেটানো যায়নি। বহু হোটেলে কর্মীরা ফিরতে পারেননি। ধীরে ধীরে জট কেটে যাবে আশা করছি।’

ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সন্দীপন ঘোষ বলেন, ‘আমরা এখনও বুকিং শুরু করিনি। কারণ পর্যটকরা পাহাড়ে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন তা নিয়ে নিশ্চিত হতে পারিনি। সবাইকে বলছি, ১৫ জুলাইয়ের পরে যোগাযোগ করতে।’ দার্জিলিং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় খান্না বলেন, ‘আমাদের হোটেল খোলা থাকলেও কর্মী নিয়ে সমস্যা রয়েছে। টাইগার হিল, রোপওয়েও চালু করা দরকার। এ সব সমস্যা মিটলে পর্যটন ব্যবসা ধীরে ধীরে চালু হয়ে যাবে বলে আশা করছি।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Darjeeling, #hotel

আরো দেখুন