উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

মালদায় টোটো বিষ্ফোরণ, ছিন্নবিচ্ছিন্ন চালকের দেহ

July 2, 2020 | 2 min read

টোটো বিষ্ফোরণে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেল টোটো চালকের দেহ। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। বুধবার বিকেল সাড়ে চারটা নাগাদ মালদা শহরের ঘোড়াপির ঘোষপাড়া এলাকায় বাধরোডে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইংরেজবাজার থানার পুলিশ। প্রচুর মানুষও ভিড় করেন। পুলিশের তরফে ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়। মৃত টোটো চালকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

বিষ্ফোরণে উড়ে গিয়েছে টোটোর বেশিরভাগ অংশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল সাড়ে চারটা নাগাদ বিষ্ফোরণটি হয়। টোটোতে প্লাই বোর্ড সহ ঘরের আসবাব তৈরির সরঞ্জাম ছিল। ঘোষপাড়া এলাকায় হঠাৎ সেটিতে বিষ্ফোরণ হয়। বিকট শব্দের সঙ্গে গোটা এলাকা কিছুক্ষণের জন্য অন্ধকারে ঢেকে যায়। রাস্তার পাশে দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানালার কাঁচ ভেঙে গিয়েছে। বিষ্ফোরণের তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে, টোটো ও চালকের দেহের অংশ গিয়ে পড়ে আশেপাশের বাড়িগুলিতে। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জেলা পুলিশের তরফে দেহটি উদ্ধার করে ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে।

ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই বিষ্ফোরণ হতে পারে। পুলিশ কর্তারা জানান, টোটোতে মোট চারটি ব্যাটারি থাকে। তার মধ্যে দুটি ব্যাটারি সামনে ও দুটি পেছনে। দুর্ঘটনার পর টোটোর দুটি ব্যাটারি অক্ষত রয়েছে। তবে বাকি দুটি ফেটে গিয়েছে। সেকারণে পুলিশের অনুমান, ব্যাটারির শর্ট সার্কিট থেকে বিষ্ফোরণ হয়ে থাকতে পারে। জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া জানান, প্রাথমিক অনুমান, ব্যাটারির শর্ট সার্কিট থেকে বিষ্ফোরণ হয়েছে। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#malda, #toto explosion

আরো দেখুন