উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু, ক্ষুব্ধ গ্রামবাসী

July 4, 2020 | < 1 min read

শুক্রবার সকালে পাথর বোঝাই ডাম্পার সহ ভেঙে পড়ল কোচবিহার ১ ব্লকের চান্দামারির কলাভাঙ্গা সেতু। ঘোর বর্ষায় সেতু ভেঙে পড়ায় কয়েক হাজার মানুষ বিপাকে পড়েছেন। দীর্ঘদিন ধরেই সেতু সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। এদিন তা ভেঙে পড়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা।

স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রাস্তা সারাইয়ের কাজ চলছে। সেই কাজের জন্য পাথর নিয়ে ডাম্পারটি সেতু পার হওয়ার সময়ই দুর্ঘটনা ঘটে। যদিও দুর্ঘটনায় কেউ জখম হননি। জল বেশি থাকায় ডাম্পারটি নদীতে তলিয়ে গিয়েছে। এদিন বিকেল পর্যন্ত ডাম্পারটি উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি, দ্রুত পাকা সেতু তৈরির উদ্যোগ নিক সরকার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ বছর আগে ধরলা নদীতে ওই কাঠের সেতুটি তৈরি হয়। বেশ কয়েক বছর আগে সেতুটি সংস্কার করা হয়েছিল। সেসময়ই কাজের মান নিয়ে গ্রামবাসীরা প্রশ্ন তুলে ছিলেন। এদিন ডাম্পার সহ সেতুটি ভেঙে পড়ায় মানুষের দুর্ভোগ বাড়ল। স্থানীয়রা নতুন পাকা সেতুর দাবি জানিয়েছেন।

কোচবিহার ১ ব্লকের চান্দামারির কলাভাঙ্গা সেতু।

এদিন ভেঙে পড়া কলাভাঙ্গা সেতু পরিদর্শন করেন বিধায়ক মিহির গোস্বামী। বিধায়কের পাশাপাশি এলাকায় যান কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল, কোচবিহার ১-এর বিডিও গঙ্গা ছেত্রী, কোচবিহার ১ পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দ্রকান্ত রায়, চান্দামারি গ্রাম পঞ্চায়েত প্রধান জিয়ারু বর্মন প্রমুখ। জেলা পরিষদের ইঞ্জিনিয়াররাও ভাঙা সেতু পরিদর্শন করেন এদিন।

বিধায়ক মিহির গোস্বামী বলেন, ‘সেতুটি দুর্বল ছিল। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল। এদিন বালি, পাথর বোঝাই ভারী গাড়ি পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Coochbehar, #Bridge

আরো দেখুন