কলকাতা বিভাগে ফিরে যান

করোনার আতঙ্কে শূন্য বিজেপির অফিস

July 5, 2020 | < 1 min read

খাঁ-খাঁ করছে রাজ্য বিজেপি দপ্তর। সাধারণ সম্পাদকদের ঘরে বাতি জ্বালানোরও লোক নেই। সহ-সভাপতিদের ঘরেও একই অবস্থা। পার্টি অফিসের অধিকাংশ ঘরেই তালা। অন্ধকারে দেখা যাচ্ছে না রাজ্য সভাপতির ঘরের বাইরের নেমপ্লেটটি। দিনভর বন্ধ রাজ্য দপ্তরে ঢোকার মূল ফটকটিও।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আমলে তৈরি ৬ মুরুলীধর সেন লেনের প্রাচীন বাড়িটির একটি ঘরেই শনিবার সন্ধ্যায় আলো জ্বলতে দেখা গিয়েছে। দোতলায় নিজের ঘরে ঘণ্টাখানেকের জন্য শুধু এসেছিলেন রাহুল সিনহা। তিনি ছাড়া রাজ্য বিজেপির আর কোনও নেতা-কর্মীকে এ দিন পার্টি অফিসে দেখা যায়নি। কারণ, লকেট চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হওয়ার পরই দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কড়া নির্দেশ, জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন রাজ্য বিজেপি দপ্তরে না যান। দিলীপের কথায়, ‘অকারণে রাজ্য দপ্তরে যাওয়ার দরকার নেই কারও। এত ভিড় করা যাবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার সব হবে। আমি নিষেধ করে দিয়েছি।’

করোনার আতঙ্কে শূন্য বিজেপির অফিস

রাহুল সিনহা বলেন, ‘আমি জরুরি কাজে পার্টি অফিসে এসেছি। ঘণ্টাখানেক থাকব। অফিস পুরো ফাঁকা। সব সময় সতর্ক থাকার চেষ্টা করছি।’ ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বন্ধ রেখেছে রাজ্য বিজেপি। ক’দিন আগে বিদ্যুতের মাসুল কমানোর দাবিতে যুব মোর্চার আন্দোলন কর্মসূচি শেষ মহূর্তে বন্ধ হয়েছে দিলীপের ফোনে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম এবং মৃত্যুদিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচির পরিকল্পনা ছিল গেরুয়া শিবিরের। তাতেও কাটছাঁট করা হয়েছে। দিলীপ বলেন, ‘সব জেলায় আমাদের গৃহ সম্পর্ক অভিযান চলছে। তবে করোনার জন্য জেলায় জেলায় নির্দেশ দেওয়া হয়েছে, একটি বাড়িতে দু’জনের বেশি কর্মী যেতে পারবেন না। বাইরে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রচার করতে হবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #bjp office

আরো দেখুন