হইচই-তে আসছে রবীন্দ্রনাথের ‘ডিটেকটিভ’
বাংলা ছবিতে গোয়েন্দার রমরমা বরাবরই। বিগত কয়েক বছরে ফেলুদা, ব্যোমকেশ বক্সী, কাকাবাবু, কিরীটি রায়, বিমল, শবর এমনকি মিতিন মাসি ও সোনাদা কে নিয়ে প্রচুর কাজ হয়েছে। এবার আসরে নামছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার গল্প অবলম্বনে ‘হইচই’-তে আসছে নতুন ওয়েব সিরিজ ‘ডিটেকটিভ’।
এই পিরিয়ড ড্রামাটি পরিচালনা করবেন জয়দীপ মুখোপাধ্যায়। মহিমচন্দ্র-র চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। সুধামুখী চরিত্রে থাকছেন ইশা সাহা। স্নেহলতার চরিত্র করছেন তৃণা। দুটি এপিসোডে দেখানো হবে এই ওয়েব সিরিজ।
অনির্বাণ এর আগে হইচই-তে ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করেছেন। তবে দুটি গোয়েন্দা চরিত্রে তারতম্য রয়েছে। ‘ডিটেক্টিভ’ অনেকটাই মজার ছলে লেখা গল্প।
উল্লেখ্য, লকডাউনের পর বাংলা ধারাবাহিকের শুটিং শুরু হয়েছিল ১১ই জুন। আর এর মধ্যেই বাংলা ওয়েব সিরিজের শুটিং শুরু হয়ে গেল। ইতিমধ্যেই হইচই-তে মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা’। দর্শকের প্রতিক্রিয়াও বেশ ভাল। তাই এবার আশায় বুক বাঁধছে টলিউড।