বিবিধ বিভাগে ফিরে যান

করোনাকে উপেক্ষা করেই হবে অমরনাথ যাত্রা, উঠছে প্রশ্ন

July 5, 2020 | 3 min read

দেশে লকডাউন থাকাকালীনই খুলেছে কেদারনাথ ও বদ্রিনাথের দরজা। তবে এবার করোনা সংক্রমণের কারণে এই দুই ধামে পূণ্যার্থীদের প্রবেশের অনুমতি মেলেনি। এদিকে দেশে আনলক ১ শুরু হতেই ৮ জুন থেকে খুলে দেওয়া হয়েছে ধর্মস্থানগুলির দরজা। লকডাউন কাটিয়ে উঠে এবার ধাপে ধাপে স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে দেশ ৷ যদিও দেশে সংক্রমণ বেড়েই চলেছে। তবে এর মধ্যে যাবতীয় দ্বন্দ্ব দূর করে অমরনাথ যাত্রা শুরু হবে বলে ঘোষণা করা হেছে। তবে করোনাভাইরাসের বাড়বাড়ন্তের কথা মাথায় এ বার কাটছাঁট করা হল অমরনাথ যাত্রার  সূচিতে। মাত্র ১৫ দিনের জন্য চলবে এই যাত্রা, শুরু হবে ২১ জুলাই। চলবে ৩ অগাস্ট পর্যন্ত। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের আধিকারিকরা এ কথা জানিয়েছেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৮৮০ মিটার উঁচুতে জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় পবিত্র অমরনাথ গুহা। গত শুক্রবার সেখানে হয়েছে এ বছরের প্রথম পূজা।

<p>মহামারী ছড়ানোর আগে স্থির ছিল, আগামী ২৩ জুন অমরনাথ যাত্রা শুরু হবে।  শেষ হবে ৩ অগস্ট। তবে সেই সূচিতে বদল ঘটিয়ে তা আরও সংক্ষিপ্ত করা হয়েছে। চলতি বছরে যাত্রা শুরু হবে ২১ জুলাই এবং শেষ হবে ৩ অগস্ট, শ্রাবণ পূর্ণিমার দিন। </p>

মহামারী ছড়ানোর আগে স্থির ছিল, আগামী ২৩ জুন অমরনাথ যাত্রা শুরু হবে।  শেষ হবে ৩ অগস্ট। তবে সেই সূচিতে বদল ঘটিয়ে তা আরও সংক্ষিপ্ত করা হয়েছে। চলতি বছরে যাত্রা শুরু হবে ২১ জুলাই এবং শেষ হবে ৩ অগস্ট, শ্রাবণ পূর্ণিমার দিন। 

<p>সরকারি ভাবে এ নিয়ে ঘোষণা করা না হলেও করোনাভাইরাসের অতিমারি থেকে বাঁচতে সতর্কতামূলক একগুচ্ছ ব্যবস্থাও নিয়েছে অমরনাথ মন্দির কর্তৃপক্ষ। যাত্রাপথ সংক্ষিপ্ত করার পাশাপাশি রয়েছে অনলাইনে রেজিস্ট্রেশনের ব্যবস্থাও।</p>

সরকারি ভাবে এ নিয়ে ঘোষণা করা না হলেও করোনাভাইরাসের অতিমারি থেকে বাঁচতে সতর্কতামূলক একগুচ্ছ ব্যবস্থাও নিয়েছে অমরনাথ মন্দির কর্তৃপক্ষ। যাত্রাপথ সংক্ষিপ্ত করার পাশাপাশি রয়েছে অনলাইনে রেজিস্ট্রেশনের ব্যবস্থাও।

<p>করোনা আতঙ্কের কারণে  যাঁরা চলতি বছরের যাত্রায় শামিল হতে পারবেন না তাঁদের জন্য মন্দির আরতি অনলাইনে সরাসরি সম্প্রচারেরও চেষ্টা করছেন মন্দির কর্তৃপক্ষ।</p>

করোনা আতঙ্কের কারণে  যাঁরা চলতি বছরের যাত্রায় শামিল হতে পারবেন না তাঁদের জন্য মন্দির আরতি অনলাইনে সরাসরি সম্প্রচারেরও চেষ্টা করছেন মন্দির কর্তৃপক্ষ।

<p><br />
সময়সূচির পাশাপাশি যাত্রাপথেও পরিবর্তন করা হয়েছে। আগে ঠিক করা হয়েছিল, অনন্তনাগ জেলার পহলগাঁও এবং গাঁদরবল জেলার বালতাল— এই দুই পথ ধরেই অমরনাথ যাত্রা শুরু হবে। তবে এখন পহলগাঁওয়ের বদলে বালতাল হয়ে অমরনাথ গুহায় পৌঁছবেন যাত্রীরা। </p>

সময়সূচির পাশাপাশি যাত্রাপথেও পরিবর্তন করা হয়েছে। আগে ঠিক করা হয়েছিল, অনন্তনাগ জেলার পহলগাঁও এবং গাঁদরবল জেলার বালতাল— এই দুই পথ ধরেই অমরনাথ যাত্রা শুরু হবে। তবে এখন পহলগাঁওয়ের বদলে বালতাল হয়ে অমরনাথ গুহায় পৌঁছবেন যাত্রীরা। 

<p>তবে ৫৫ বছরের বেশি বয়সি কোনো পুণ্যার্থীই এই যাত্রায় শামিল হতে পারবেন না। একমাত্র সাধুরা এতে ছাড় পাবেন। এমনকি রাজ্যে প্রবেশের সময়ে সংশ্লিষ্ট যাত্রীদের কোভিড নেগেটিভ হওয়ার প্রমাণও জমা দিতে হবে।<br />
 </p>

তবে ৫৫ বছরের বেশি বয়সি কোনো পুণ্যার্থীই এই যাত্রায় শামিল হতে পারবেন না। একমাত্র সাধুরা এতে ছাড় পাবেন। এমনকি রাজ্যে প্রবেশের সময়ে সংশ্লিষ্ট যাত্রীদের কোভিড নেগেটিভ হওয়ার প্রমাণও জমা দিতে হবে।

<p>নাম প্রকাশে অনিচ্ছুক মন্দিরের এক বোর্ড সদস্য জানিয়েছেন, ‘‘সব পুণ্যার্থীকে কোভিড নেগেটিভ রিপোর্ট পেশ করতে হবে। জম্মু-কাশ্মীরে ঢোকার সময়ই ওই শংসাপত্র খতিয়ে দেখা হবে। তার পর যাত্রীরা অমরনাথের উদ্দেশে রওনা দিতে পারবেন।’’</p>

নাম প্রকাশে অনিচ্ছুক মন্দিরের এক বোর্ড সদস্য জানিয়েছেন, ‘‘সব পুণ্যার্থীকে কোভিড নেগেটিভ রিপোর্ট পেশ করতে হবে। জম্মু-কাশ্মীরে ঢোকার সময়ই ওই শংসাপত্র খতিয়ে দেখা হবে। তার পর যাত্রীরা অমরনাথের উদ্দেশে রওনা দিতে পারবেন।’’

<p>অমরনাথ যাত্রা শুরু হবে ২১ জুলাই ৷ শেষ হবে ৩ অগাস্ট ৷ অর্থাৎ ১৪ দিনের যাত্রা ৷ করোনা আবহে এবছর আদৌ অমরনাথ যাত্রার অনুমতি মিলবে কী না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল ৷ কিন্তু শেষপর্যন্ত যাত্রার জন্য সবুজ সঙ্কেত পাওয়া গিয়েছে ৷ <br />
 </p>

অমরনাথ যাত্রা শুরু হবে ২১ জুলাই ৷ শেষ হবে ৩ অগাস্ট ৷ অর্থাৎ ১৪ দিনের যাত্রা ৷ করোনা আবহে এবছর আদৌ অমরনাথ যাত্রার অনুমতি মিলবে কী না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল ৷ কিন্তু শেষপর্যন্ত যাত্রার জন্য সবুজ সঙ্কেত পাওয়া গিয়েছে ৷ 

<p>৩৮৮০ মিটার উচ্চতায় অমরনাথের গুহার উদ্দেশ্যে প্রতি বছরই অসংখ্য তীর্থ যাত্রী যাত্রা করেন ৷ কিন্তু এ বছর পরিস্থিতি অন্যরকম ৷ তাই সমস্ত রকম বিধিনিষেধ মেনেই যাত্রা করতে হবে পূণ্যার্থীদের ৷ </p>

৩৮৮০ মিটার উচ্চতায় অমরনাথের গুহার উদ্দেশ্যে প্রতি বছরই অসংখ্য তীর্থ যাত্রী যাত্রা করেন ৷ কিন্তু এ বছর পরিস্থিতি অন্যরকম ৷ তাই সমস্ত রকম বিধিনিষেধ মেনেই যাত্রা করতে হবে পূণ্যার্থীদের ৷ 

<p>অমরনাথের আরতি লাইভ টেলিকাস্ট দেখানো হবে অনলাইনে ৷ ফলে যারা যেতে পারছেন না ৷ তাঁরাও আরতির ভিডিও লাইভ দেখতে পারবেন ৷<br />
 </p>

অমরনাথের আরতি লাইভ টেলিকাস্ট দেখানো হবে অনলাইনে ৷ ফলে যারা যেতে পারছেন না ৷ তাঁরাও আরতির ভিডিও লাইভ দেখতে পারবেন ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Amarnath Yatra, #Pilgrim

আরো দেখুন