বিবিধ বিভাগে ফিরে যান

সংখ্যায় দেখে নিন মহেন্দ্র সিং ধোনির কেরিয়ার

July 6, 2020 | 2 min read

মহেন্দ্র সিং ধোনি নামটা শুনলেই ভারতীয় ক্রিকেটপ্রেমীর সামনে ভেসে ওঠে এক সফল অধিনায়কের ছবি। তাঁর ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে ছড়িয়ে আছে নানা সাফল্য। আসুন দেখে নেওয়া যাক ধোনির কেরিয়ারের বিশেষ কিছু সাফল্য – সংখ্যার মাধ্যমে

এখন পর্যন্ত তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একটি উইকেট পেয়েছেন।

এখন পর্যন্ত আন্তর্জাতিক টি২০ ম্যাচে তাঁর হাফ সেঞ্চুরির সংখ্যা ২।

টেস্ট ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৬।

এটি তাঁর জার্সি নম্বর। ভারতীয় টিম থেকে শুরু করে আইপিএলে সিএসকে এবং আরপিএসজি দুই টিমেও এই সংখ্যার জার্সি তিনি পরেছেন।

১০

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা ১০।

১৪

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেরা বোলিং ১৪ রানের বদলে এক উইকেট পাওয়া।

৩১

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর বোলিং গড় ৩১।

৩৩

টেস্ট ক্রিকেটে তাঁর হাফ সেঞ্চুরির সংখ্যা ৩৩।

৩৪

আন্তর্জাতিক টি২০ ম্যাচে তাঁর স্ট্যাম্পিঙের সংখ্যা ৩৪।

৩৬

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত তিনি বল করেছেন ৩৬টি।

৩৮

টেস্ট ক্রিকেটে তাঁর স্ট্যাম্পিঙের সংখ্যা ৩৮।

৫৬

আন্তর্জাতিক টি২০ ম্যাচে তাঁর এক ইনিংসে করা সর্বোচ্চ রান ৫৬।

৭৩

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর হাফ সেঞ্চুরির সংখ্যা ৭৩।

৯৬

টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত তিনি বল করেছেন ৯৬টি।

১৮৩

অপরাজিত থেকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর এক ইনিংসে করা সর্বোচ্চ রান ১৮৩।

২২৪

টেস্ট ক্রিকেটে তাঁর এক ইনিংসে করা সর্বোচ্চ রান ২২৪।

৩২১

একদিনের আন্তর্জাতিক ম্যাচে তাঁর ধরা ক্যাচের সংখ্যা ৩২১।

৩৫০

এখন পর্যন্ত তিনি ৩৫০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

১৬১৭

এখন পর্যন্ত আন্তর্জাতিক টি২০ ম্যাচে তিনি ১৬১৭ রান করেছেন।

৪৮৭৬

এখন পর্যন্ত টেস্ট ম্যাচে তিনি ৪৮৭৬ রান করেছেন।

১০৭৭৩

এখন পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ম্যাচে তিনি ১০৭৭৩ রান করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#mahendra singh dhoni

আরো দেখুন