ভারতের সর্বকালের সেরা অধিনায়ক ধোনি?
ভারতের সর্বকালের সেরা অধিনায়ক কে? উত্তরে অনেক নামই আসতে পারে। সুনীল গাভাস্কার, কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলি-এই নামগুলোই বেশী শোনা যাবে। এদের মধ্য থেকে সাবেক অধিনায়ক ও সতীর্থ ধোনিকে বেছে নিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।
কয়েক মাস ধরে ধোনির জাতীয় দলে ফেরা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। কেউ কেউ আবার তার আন্তর্জাতিক কেরিয়ারের শেষটাও দেখে ফেলেছেন। এর মধ্যেই ধোনির পাশে এসে দাঁড়ালেন সাবেক সতীর্থ রোহিত। ধোনিকে ভারতের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে আখ্যা দিলেন তিনি। কেন ধোনিকে সেরা হিসেবে বেছে নিয়েছেন রোহিত সেটার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘ধোনি এমনই। তার গুণগুলো জন্মগত। এ কারণেই মাঠে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন তিনি। যে কোনো অবস্থায় তিনি মাথা ঠান্ডা রাখতে পারতেন। আমার মতে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক ধোনি। সে তিনটি আইসিসি ট্রফি জিতেছে। এ ছাড়া বেশ কয়েকটা আইপিএল শিরোপা আছে তার।’
ধোনি সরে দাঁড়ানোর পর ভারতের তিন সংস্করণেই অধিনায়ক নির্বাচন করা হয় বিরাট কোহলিকে। তবে সতীর্থের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিলেও বিভিন্ন সময়ে তরুণদের পরামর্শ দিতেন ধোনি। এনিয়ে রোহিত বলেছেন, ‘আমি দেখেছি কীভাবে তরুণ বোলারদের সামলাতেন ধোনি। বিশেষ করে বোলাররা যখন চাপে থাকতো। ধোনি তখন তাদের কাঁধে হাত রেখে কথা বলতেন এবং সম্ভাব্য করণীয় পরামর্শ দিতেন।’
ধোনির এ ধরনের পরামর্শ খেলোয়াড় এবং দলের জন্য কতটা প্রভাব ফেলতে পারে সেটা জানেন রোহিত। যথার্থই বললেন, ‘যখন কোনো তরুণ ক্রিকেটার সিনিয়র একজনের কাছ থেকে এমন ব্যবহার ও সমর্থন পান স্বভাবতই ওই ক্রিকেটার আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তখন সেরাটা দেওয়ার জন্য ওই বোলার দলের জন্য চেষ্টা করেন। ধোনিই তার ভেতরটা জ্বালিয়ে দিতেন।’