অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ দিনাজপুরে
আজ, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঝিয়ান কেন্দ্র। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ ও ১১ জুলাই ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, অতি ভারী বৃষ্টির কারণে বন্ধ হয়ে যেতে পারে রাস্তা। দেখা দিতে পারে বন্যা পরিস্থিতিও। জেলার সব্জি চাষিদের আগামী দুই দিনের মধ্যে সমস্ত সব্জি মাঠ থেকে তুলে নেওয়ার পরমর্শ দেওয়া হয়েছে। সেইসঙ্গে জমির জল নিকাশি ব্যবস্থাকে দ্রুত আরও সুষ্ঠু ও উন্নত করার পরামর্শও দেওয়া হয়েছে।
এবিষয়ে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় মাঝিয়ান কেন্দ্রের আবহাওয়াবিদ সলিল সাহা বলেন, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার ও শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির কারণে জেলার কৃষকদের সতর্ক থাকার জন্য বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া নদীর তীরবর্তী যেসব এলাকায় সব্জি, ধান কিংবা পাট রয়েছে, সেসব ফসল ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।