কলকাতা বিভাগে ফিরে যান

কেএমডিএ-র অবসরপ্রাপ্তদের বর্ধিত হারে পেনশন, জারি নির্দেশিকা

July 9, 2020 | < 1 min read

অর্থদপ্তরের অনুমোদনের পর কেএমডিএ কর্তৃপক্ষ অবসরপ্রাপ্ত কর্মীদের বর্ধিত হারে পেনশন দেওয়ার নির্দেশিকা জারি করেছে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে গত জানুয়ারি মাস থেকে রাজ্য সরকারি কর্মীদের মতো অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের বর্ধিত পেনশন কার্যকর হয়। কিন্তু সরকারি সংস্থা হলেও কেএমডিএ-র অবসরপ্রাপ্তরা এতদিন বর্ধিত হারে পেনশন পাননি। সংস্থা বিজ্ঞপ্তি জারি করায় আগস্ট মাসে বর্ধিত হারে পেনশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারি থেকে বর্ধিত হার কার্যকর হওয়ার জন্য ৭ মাসের বকেয়া পাবেন তাঁরা।

কেএমডিএ-র অবসরপ্রাপ্তদের বর্ধিত হারে পেনশন, জারি নির্দেশিকা

২০১৬  সালের ১ জানুয়ারি থেকে ২০১৯-এর ৩১ ডিসেম্বরের মধ্যে অবসর নেওয়া কর্মীদের পেনশন নতুন করে নির্ধারিত হবে। এই অবসরপ্রাপ্তরা অতিরিক্ত গ্ৰ্যাচুইটি সহ আরও কিছু প্রাপ্য পাবেন। এর জন্য বিশেষ ফর্মে আবেদন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কেএমডিএ-তে এখন পেনশন প্রাপকের সংখ্যা প্রায় সাড়ে ৬ হাজার। মোট কর্মীর তুলনায় পেনশনপ্রাপক বেশি সংখ্যায় আছেন সংস্থায়। কেএমডিএ-র সঙ্গে যুক্ত হয়ে যাওয়া কেআইটি, কেএমডব্লুএসএ-র অবসরপ্রাপ্তরাও এর মধ্যে আছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#KMDA, #retired persons

আরো দেখুন