বাইচুংকে বড় দায়িত্বে রাখার পরিকল্পনা ইস্ট বেঙ্গলের
আর্থিক ক্ষতি স্বীকার করে কোয়েসের কাছ থেকে ‘লেটার অব টার্মিনেশন’ পেলে বাইচুং ভুটিয়াকে ক্লাবের বড় দায়িত্বে দেখা যেতে পারে। এই নিয়ে গত দু’দিন তাঁর সঙ্গে ইস্ট বেঙ্গলের কথাবার্তা চলছে। গত বছর হঠাৎই ক্লাবের শততম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাইচুংই ছিলেন সবথেকে বড় মুখ। তাঁকে শতাব্দীর সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও দেওয়া হয়। ইস্ট বেঙ্গল তাঁবুতে শতবার্ষিকী পদযাত্রায় তিনিই সচিবের কাছ থেকে গ্রহণ করেছিলেন মশাল।
গত দেড় বছর কোয়েসের সঙ্গে বিবাদে ইস্ট বেঙ্গলের ইমেজ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তা মেক-আপ দিতে আশিয়ান কাপ জয়ীদের নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছিল। উম-পুন বিধ্বস্তদের পাশে দাঁড়িয়েছিল ক্লাব। এখন মাল্টিপল স্পনসরের জন্য ঝাঁপাচ্ছে ইস্ট বেঙ্গল। এই অবস্থায় ক্লাবের ইমেজের শ্রীবৃদ্ধিতে আগামী দিনে বড় দায়িত্বে আনা হচ্ছে বাইচুংকে। তাই মঙ্গলবার লকডাউনের মাঝে গ্যাংটক থেকে সপরিবারে কলকাতায় এসেছিলেন পাহাড়ি বিছে। তিনি গুরুত্বপূর্ণ পদে থাকলে অনেক কঠিন চ্যালেঞ্জই সহজ হবে ক্লাবের কাছে। অতীতে বাইচুং এটিকেতে উপদেষ্টা হিসেবে ছিলেন।
ইস্ট বেঙ্গলের প্রস্তাবের ব্যাপারে যোগাযোগ করা হলে বাইচুং কোনও মন্তব্য করতে চাননি। ক্লাবের এক প্রভাবশালী কর্তা বললেন,‘ও সবসময়েই বৃহত্তর লাল-হলুদ পরিবারের সদস্য। লকডাউনে আমরা যে ২৩জন খেলোয়াড় রিক্রুট করেছি তাতেও বাইচুংয়ের কিছুটা অবদান আছে।’