জীবনশৈলী বিভাগে ফিরে যান

কম খরচে নিজেই বানান বাহারি ফটো ফ্রেম

July 10, 2020 | < 1 min read

জন্মদিন বা বিবাহ বার্ষিকীর উপহার হিসেবে কিংবা নিছকই ঘর সাজাতে ফটো ফ্রেমের জুড়ি মেলা ভার। কম খরচে এর থেকে সৌখিন কিছু পাওয়া মুশকিল। ভাবুন তো, যদি ট্যাঁকের এক পয়সা খরচ না করে স্রেফ বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে নিজেই বানিয়ে নিতে পারেন মনের মত ফটো ফ্রেম, তাহলে কেমন হয়?

কি কি লাগবে

  • পিচবোর্ড
  • রঙিন কাগজ
  • প্লাস্টিকের লম্বা করে কাটা শিট
  • আঠা
  • বিভিন্ন রঙের বোতাম

পদ্ধতি

  • ফটো ফ্রেমটির আকার-আকৃতি কি হবে, তা আগে ঠিক করে নিয়ে সেই মত পিচ বোর্ড কেটে নিন।
  • পিচ বোর্ডের মাঝখানে ছবির মাপ অনুযায়ী দাগ দিয়ে একটু ছেড়ে সমান ভাবে দাগ বরাবর কেটে ফেলুন।
  • এরপর আঠা লাগিয়ে রঙিন কাগজটি দিয়ে পিচ বোর্ডটি মুড়ে নিন।
  • প্লাস্টিকের শিট মাপ অনুযায়ী কেটে পিচ বোর্ডের ধার বরাবর জুড়ে দিন। এরপর কাগজে আঠা লাগিয়ে ছবি রাখার জন্য পকেট তৈরি করুন।
  • কিছু রঙিন বোতাম আটকে দিন ফ্রেমের গায়ে। দেওয়ালে আটকানোর জন্য ফটোফ্রেমের উপর দিকে ছিদ্র করে লুপ লাগান।
  • টেবিলে বসিয়ে রাখতে চাইলে কার্ড বোর্ডের স্ট্যান্ড বানিয়ে আঠা দিয়ে জুড়ে দিন।
    ব্যস তৈরি আপনার ফটো ফ্রেম।
TwitterFacebookWhatsAppEmailShare

#photo frame

আরো দেখুন