পুরো ঘর স্ক্যান করা যাবে ফোনেই
শুধু ঘরের দেওয়াল বা মেঝে নয়। পুরো ঘরের জ্যামিতিক ছবি স্ক্যান সম্ভব। তাও কেবলমাত্র অ্যাপের সাহায্যে। উঠবে ঘরের ত্রিমাত্রিক ছবিও। শুনতে অবাক লাগছে? এমনটাই সম্ভব হয়েছে প্রযুক্তির দুনিয়ায় অন্যতম সেরা সংস্থা অ্যাপলের সৌজন্যে।
সম্প্রতি বাজারে এসেছে অ্যাপলের আই প্যাড প্রো। তাতেই ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ‘লিডার সেন্সর’। যা ব্যবহার করেই তোলা সম্ভব এরকম ছবি। তবে এখনও পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত অ্যাপগুলোর অনেকেই আই প্যাড প্রো–র এই লিডার সেন্সরের সুবিধা নিতে পারেনি। এই নিয়ে আলোচনা চলছে। ফলে আগামীদিনে আরও উন্নত অ্যাপ তৈরী হতে পারে।
তবে ইতিমধ্যেই ‘ওক্কিপিটাল’ নামে কলোরাডোর একটি সংস্থার তৈরী ‘ক্যানভাস’ নামে অ্যাপ কিন্তু সহজেই এই লিডার সেন্সরের ব্যবহার আয়ত্ত করে ফেলেছে। যা থেকে সহজেই একটি ঘরের থ্রি–ডি ছবি তোলা সম্ভব।
যদিও ক্যানভাস আগেও অ্যাপলের যে কোনও ফোনের ক্যামেরা ব্যবহার করে এই ধরনের ছবি তুলতে পারতো, কিন্তু সংস্থার তরফে জানানো হয়েছে ক্যানভাস অ্যাপলের লিডার সেন্সরের সাহায্যে আরও দুরন্ত ত্রিমাত্রিক স্ক্যান তুলে ধরবে।