রাজ্য বিভাগে ফিরে যান

পরিযায়ী শ্রমিকদের কুপনের বদলে রেশন কার্ড দেবে রাজ্য

July 10, 2020 | 2 min read

ভিন রাজ্য থেকে কাজ হারিয়ে ঘরে ফেরা শ্রমিকরা তো আছেনই। সেই সঙ্গে আরও অনেকে এখন রেশন পাচ্ছেন কুপনে। এ বার তাঁদের সবাইকে রেশন কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন। সেই সঙ্গে খাদ্যমন্ত্রীর আশ্বাস, রেশন ডিলারদের বকেয়া থাকা কমিশন সরকার দেবে চলতি সপ্তাহের মধ্যেই। মন্ত্রী জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে আপাতত প্রত্যেক সোমবার গোটা দিন রেশন দোকান বন্ধ রাখা হবে। কারণ, টানা প্রায় তিন মাস কাজ করছেন রেশন ডিলার ও তাঁদের কর্মচারীরা। আগে রেশন দোকান রবিবার বিকেল ও সোমবার সারা দিন বন্ধ থাকত।

খাদ্যমন্ত্রী বলেন, ‘পরিযায়ী শ্রমিক ছাড়াও কুপনের মাধ্যমে অন্য যাঁরা রেশন তুলছেন, তাঁদের ডিজিটাল রেশন কার্ড নেই। যাতে কেউ গণবন্টন পরিষেবা থেকে বঞ্চিত না-হন, সেই জন্য এমন বহু মানুষকে কুপনের মাধ্যমে রেশন দেওয়া হচ্ছে। এ বার তাঁদের সবাইকেই সরকার রেশন কার্ড দেবে।’ জ্যোতিপ্রিয়র কথায়, ‘জুন মাসেই বিডিও ও পুরসভাগুলোর প্রশাসনিক কর্তাদের ফর্ম-থ্রি ও ফর্ম-ফোর দিতে বলা হয়েছে। যে পরিবারের সদস্যদের কারও রেশন কার্ড নেই, তাঁদের দেওয়া হবে ফর্ম-থ্রি। আর যে পরিবারের সদস্যদের সবার না-হলেও কারও কারও রেশন কার্ড রয়েছে, তাঁদের দেওয়া হবে ফর্ম-ফোর।’ খাদ্যমন্ত্রী জানান, ফর্ম অনুযায়ী প্রাপ্ত তথ্য খাদ্য দপ্তরে পাঠাতে হবে। খাদ্য দপ্তর সরাসরি তাঁদের নামে নামে রেশন কার্ড দেবে।

রাজ্যে রেশন ডিলাররা প্রতি কুইন্টাল খাদ্যদ্রব্যে ৭০ টাকা কমিশন পান। লকডাউনের আগে ব্যবস্থাটা ছিল এই রকম: হোলসেলার বা পাইকারদের কাছ থেকে খাদ্যদ্রব্য তোলার সময়েই কমিশনের টাকাটা কেটে দিয়ে ডিলাররা দাম মেটাতেন। অর্থাৎ, ২ টাকা কেজি চালের ক্ষেত্রে এক কুইন্টাল চালের দাম ২০০ টাকা হলে, কমিশন বাবদ ৭০ টাকা কেটে নিয়ে হোলসেলারদের দাম বাবদ ১৩০ টাকা দিতেন ডিলাররা। লকডাউনে রাজ্যে বিনা পয়সায় পাচ্ছেন রেশন কোটি কোটি মানুষ। পরিবর্তিত পরিস্থিতিতে সিদ্ধান্ত হয়, রাজ্য সরকারই সরাসরি রেশন ডিলারদের কমিশনের টাকা মিটিয়ে দেবে। কিন্তু রেশন ডিলারদের অনেকের অভিযোগ, কমিশন বাবদ টাকা তাঁরা পাচ্ছেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

#State Government, #Ration cards, #migrant workers

আরো দেখুন