দেশ বিভাগে ফিরে যান

ভারতের যেসব রাজ্যের জনসংখ্যা বড় বড় দেশকেও টেক্কা দিতে পারে

July 11, 2020 | < 1 min read

যে কোনও দেশের জনসংখ্যা তার সামাজিক, সাংস্কৃতিক এবং আরও উল্লেখযোগ্যভাবে  অর্থনৈতিক পরিকাঠামো নির্ধারণ করে। ভারতের জনসংখ্যা ১৩৫ কোটিরও বেশি, যা বিশ্বব্যাপী মোট জনসংখ্যার ১৭.৭৪%। গোটা বিশ্বে মোট জনসংখ্যা প্রায় ৭৮০ কোটি। 

ভারতের কিছু রাজ্য রয়েছে যার জনসংখ্যা কিছু বড় বড় দেশের থেকেও বেশি বা কাছাকাছি। দেখে নেওয়া যাকঃ

১। উত্তরপ্রদেশঃ ২২.০৮ কোটি – ব্রাজিলঃ ২১.০৯ কোটি

২। মহারাষ্ট্রঃ ১২.৮০ কোটি – মেক্সিকোঃ ১৩.০৮ কোটি

৩। বিহারঃ ১১.৩৩ কোটি – ইথিয়পিয়াঃ ১০.৭৫ কোটি

৪। পশ্চিমবঙ্গঃ ১০.২২ কোটি – মিশর: ৯.৯৪ কোটি

৫। তামিল নাড়ুঃ ৮.২৬ কোটি – জার্মানিঃ ৮.২৩ কোটি

৬। মধ্যপ্রদেশঃ ৮.০৮ কোটি – তুর্কিঃ ৮.১৯ কোটি

৭। রাজস্থানঃ ৭.৬০ কোটি – থাইল্যান্ডঃ ৬.৯২ কোটি

৮। কর্ণাটকঃ ৬.৯০ কোটি – থাইল্যান্ডঃ ৬.৯২ কোটি

৯। গুজরাটঃ ৬.৮৬ – থাইল্যান্ডঃ ৬.৯২ কোটি

১০। তেলেঙ্গানাঃ ৫.৫১ কোটি – মায়ানমারঃ ৫.৩৯ কোটি 

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #population

আরো দেখুন