রাজ্য বিভাগে ফিরে যান

নতুন মুখে ঘুরে দাঁড়াতে চায় সিপিএম, যৌথ কর্মসূচীতে জোর

July 11, 2020 | < 1 min read

করোনা মহামারী ও আম্পানের মধ্যেই তরুণ প্রজন্মের বহু মুখ ত্রাণ-কাজে যুক্ত হয়েছেন। দ্রুত এই তরুণদের সংগঠনে এনে পঞ্চায়েত স্তরেও কংগ্রেসকে সঙ্গে নিয়ে লাগাতার আন্দোলনের সিদ্ধান্ত নিল সিপিএম। জুলাই-অগস্ট জুড়ে রাজ্যের সমস্ত পঞ্চায়েত এলাকায় স্থানীয় ইস্যু থেকে রাজ্য ও সর্বভারতীয় বিভিন্ন বিষয়ে যৌথ আন্দোলন চলবে। করোনা মহামারীর মধ্যেই কী ভাবে আন্দোলনকে জঙ্গি রূপ দেওয়া যায়, সেই রণকৌশল ঠিক করার নির্দেশও দিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

শুক্রবার প্রমোদ দাশগুপ্ত ভবনে করোনা-পর্বে এই প্রথম মুখোমুখি বৈঠকে বসেন রাজ্য কমিটির সদস্যরা। এতদিন ভার্চুয়াল বৈঠক হয়েছে। এই মহামারী ও ঘূর্ণিঝড়ের মধ্যে দলীয় কর্মী-সমর্থকরা কতটা ত্রাণের কাজ চালিয়েছেন, ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের পাশে কতটা দাঁড়াতে পেরেছেন এবং কংগ্রেসকে নিয়ে যৌথ আন্দোলন কতটা এগিয়েছে–এই সব নিয়েই মূলত আলোচনা হয়। সেই আলোচনার ভিত্তিতে সূর্যকান্তর নির্দেশ, ‘লকডাউনের মধ্যে ও ঘূর্ণিঝড়ের পরে ত্রাণের কাজে প্রচুর নতুন মুখ এসেছে। যাদের অনেকেই দলের সঙ্গে সরাসরি জড়িত নয়। দ্রুত এই নবীন প্রজন্মকে সংগঠনে আনতে হবে।’ কলকাতায় ও জেলা সদরে বাম ও কংগ্রেসের যৌথ কর্মসূচি শুরু হলেও পঞ্চায়েত ও ব্লক-স্তরে সর্বত্র শুরু হয়নি। এই নিয়ে সিপিএম রাজ্য সম্পাদকের নির্দেশ, করোনা পরিস্থিতির জন্য বরাদ্দ ত্রাণ থেকে ঘূর্ণিঝড়ের রিলিফ না পাওয়া–এ সব নিয়ে সর্বত্র রাজ্য সরকারের বিরুদ্ধে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিবাদ করছেন। এই পরিস্থিতিতে স্থানীয় এই সব ইস্যু এবং কেন্দ্রের জনবিরোধী নানা পদক্ষেপের বিরুদ্ধে কংগ্রেস-সহ সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে একত্র করে পঞ্চায়েত স্তরেও লাগাতার আন্দোলন চালাতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #CPM

আরো দেখুন