রেকর্ড সংক্রমণ, ভারতে করোনা আক্রান্ত ছাড়াল ৮ লাখ
একইদিনে পার হল জোড়া মাইলস্টোন – একটি উদ্বেগের, অন্যটি আলোর ঝিলিকের। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার সকালে ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা আট লাখ ছাড়িয়ে গেল। সুস্থ রোগীর সংখ্যাও পাঁচ লাখের গণ্ডি পার করল।
শনিবার সকাল আটটা পর্যন্ত দেশে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৮২০,৯১৬ জন। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৭,১১৪ জন নয়া আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। যা এখনও পর্যন্ত এক দিনে সর্বোচ্চ। পাশাপাশি গত চার দিনে (গত ৭ জুলাই সকাল আটটা থেকে) ১০১,২৫১ জন নয়া করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। তার আগের এক লাখ করোনা আক্রান্তের হদিশ মিলেছিল পাঁচ দিনে।
গত মঙ্গলবার থেকে মৃতের সংখ্যা বেড়েছেও। ওই সময়ের মধ্যে ১,৯৬৩ জনের করোনায় মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২২,১২৩। গত ২৪ ঘণ্টায় আবার ৫১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ফলে টানা আট দিন ভারতে দৈনিক করোনা মৃত্যু ৪০০-র গণ্ডি ছাড়িয়েছে।
সেইসব উদ্বেগের মধ্যে ভারতে সুস্থ রোগীর সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। গত চার দিনে ৭৫,৪৩৮ জন করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। সবমিলিয়ে ৫১৫,৩৮৫ জন রোগী সেরে উঠেছেন। অর্থাৎ আপাতত দেশে সুস্থতার হার দাঁড়িয়েছে ৬২.৭৮ শতাংশ। গত মঙ্গলবার যা ছিল ৬১.১৩ শতাংশ।