দেশ বিভাগে ফিরে যান

ভারতের বিপুল জনসংখ্যা – সর্বনাশ নাকি আশীর্বাদ 

July 11, 2020 | 2 min read

আমরা যখনই ‘জনসংখ্যা’ বা ‘জনসংখ্যা বৃদ্ধি’ শব্দটি শুনি তখন আমাদের সবসময় মনে হয় এটি একটি সমস্যা। জনসংখ্যাকে নেতিবাচক হিসাবে গণ্য করার এই অভ্যাস শৈশবকাল থেকেই আমাদের মধ্যে ঢুকে পড়েছে। তবে জনসংখ্যা বৃদ্ধি বিশ্লেষণ করার জন্য একটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি প্রয়োজন। 

ভারত জনসংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে। দেশের উন্নয়নের প্রধান অন্তরায় হিসেবে বিপুল জনসংখ্যাকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়। তবে, কিন্তু, গ্লাস কি সত্যি অর্ধেক খালি? নাকি অর্ধেক ভর্তি? নির্ভর করছে আপনি কিভাবে তথ্যের বিশ্লেষণ করবেন।

অধিক সংখ্যায় সর্বনাশ 

১. জনসংখ্যা বিপুল বা উদ্বেগজনক হারে বাড়তে থাকলে প্রাথমিক পরিষেবা প্রদান করা ক্রমশ কঠিন হয়ে পড়ে।

২. এত বিশাল জনগোষ্ঠীকে পুষ্টিকর খাদ্য প্রদান করার পর্যাপ্ত সংস্থান নেই। এর ফলে দেশে অপুষ্টিজনিত শারীরিক সমস্যা বাড়তে পারে।   

৩. এত বিপুল সংখ্যক লোককে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা কঠিন বলে স্যানিটেশন এবং স্বাস্থ্যের সাথে আপোষ করা হচ্ছে। জনসংখ্যা কম বা বৃদ্ধি কম হলে পরিকাঠামোর উন্নতি হবে।

৪. পর্যাপ্ত সংস্থান, সুযোগ-সুবিধা, ইত্যাদির অভাবে দারিদ্রের হার বাড়ে।

৫. এত বড় জনসংখ্যার কারণে আইনকানুন ব্যবস্থা পরিচালনার সমস্যা দেখা দেয়। এটি সামাজিক অস্থিরতার কারণ হতে পারে।

৬. জনসংখ্যা ব্যবস্থাপনার খামতি দেশকে অপরিকল্পিত উন্নয়নের দিকে পরিচালিত করে এবং দূষণ এবং অযাচিত জীবনযাপনের সমস্যাগুলিকে আরও বাড়িয়ে তোলে।

৭. বিপুল জনসংখ্যার ফলে সম্পদের ঘাটতি দেখা দেয়। বেকারত্বের সমস্যা বাড়ে।

৯. দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের অপব্যবহার এবং পরিবেশের অবনতি হয়।

১০. ক্রমবর্ধমান জনসংখ্যা সামগ্রিক জীবনের মানে নেতিবাচক প্রভাব ফেলে।

গ্লাস অর্ধেক ভর্তি

১. ভারতের জনসংখ্যাকে তরুণ জনসংখ্যা হিসাবে অভিহিত করা হয় কারণ ভারতীয় জনসংখ্যার গড় বয়স প্রায় ২৯ বছর, যা উত্পাদনশীল বয়স। সুতরাং এটি অর্থনীতির বিকাশে সহায়তা করতে পারে।

২. যেহেতু জনসংখ্যার অধিকাংশই কমবয়সী, প্রবীণদের দেখাশোনাও তারা করতে পারবে।

৩. সংখ্যাগরিষ্ঠ মানুষ কমবয়সী বলে সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা বেশি। যদি সঞ্চয় বৃদ্ধি পায়, বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং বিনিয়োগ বৃদ্ধি পেলে উত্পাদনশীলতা বৃদ্ধি পাবে।

৪. ভারতের এই বিপুল জনসংখ্যার ফলে আমাদের দেশ একটি সুবৃহৎ বাজারও বটে। চাহিদার যোগান দিতে উৎপাদন বাড়বে, যার ফলে কর্মসংস্থান হবে।

৫. তরুণ প্রজন্মের আধিক্যে দেশে প্রতিভাও বিপুল। সঠিকভাবে এই প্রতিভা কাজে লাগালে দেশের উন্নয়ন বৃদ্ধি পাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#population, #India

আরো দেখুন