দেশ বিভাগে ফিরে যান

ভারতের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফেরার আভাস আরবিআই-এর

July 11, 2020 | < 1 min read

লকডাউনের নিয়ন্ত্রণ আস্তে আস্তে শিথিল করায় এবার ভারতীয় অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফেরার ইঙ্গিত দিচ্ছে। শনিবার রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস এমনটাই জানিয়েছেন। এদিন সপ্তম এসবিআই ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক কনক্লেভ-এ প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দিচ্ছিলেন আরবিআই গভর্নর।

সেখানে তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে বৃদ্ধি এবং আর্থিক স্থায়িত্ব উভয়ের দিকে। পাশাপাশি নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ যাতে আর্থিক ব্যবস্থা সুরক্ষিত থাকে এবং এই সংকট কালে অর্থনীতিকে সাহায্য করা যায়।

প্রসঙ্গত শক্তিকান্ত দাসের এই মন্তব্যের কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে তেমন ইঙ্গিত দিয়েছিলেন। সেদিন তিনি জানিয়েছিলেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে এবং গভীরভাবে ভারতের অর্থনীতির কাঠামোগত সংস্কার করা হচ্ছে ও এই মহামারিতে দেশের গরীব মানুষদের জন্য ত্রাণের প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #RBI

আরো দেখুন