করোনার জেরে বন্ধ হল সুইসোটেল, শোকের ছায়া
করোনার কালবেলায় বড় ধাক্কা লেগেছে আতিথেয়তা শিল্পেও। যার প্রেক্ষাপটে অর্থনৈতিক সংকটের জেরে বন্ধ হয়ে গেল কলকাতার পাঁচতারা সুইসোটেল। সম্প্রতি এই হোটেলের মালিক অম্বুজা নেওটিয়া গোষ্ঠী এবং ফরাসি হসপিটালিটি চেইন অ্যাকর-এর মধ্যে চুক্তির মেয়াদ ফুরিয়ে গিয়েছে। নতুন করে চুক্তি না হওয়ায় সাময়িকভাবে হোটেলটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।
গত দশ বছর ধরে সল্টলেকের সুইসোটেল ব্র্রান্ডটি চালাচ্ছিল অ্যাকর গোষ্ঠী। গত ৩০ জুন অম্বুজা নেওটিয়া গোষ্ঠীর সঙ্গে অ্যাকরদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। যার জেরে আপাতত পাঁচতারা এই হোটেলটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অম্বুজা নেওটিয়া গোষ্ঠীর মুখপাত্র জানিয়েছেন।
কলকাতা বিমানবন্দর থেকে সবথেকে কাছের পাঁচতারা হোটেলটি হল সুইসোটেল। এর ব্য়বসা প্রায় সম্পূর্ণভাবে বিমানবন্দরের উপরে নির্ভরশীল। মূলত বিদেশি অতিথিদের উপরে দাঁড়িয়ে রয়েছে এই হোটেলের ব্যবস্থা। কিন্তু করোনা মহামারীর জেরে ভারতে আন্তর্জাতিক উড়ান পরিষেবা দীর্ঘদিন বন্ধ। ফলে সুইসোটেলের ব্যবসাও দারুণভাবে ধাক্কা খাচ্ছিল। যার জেরে আপাতত ঝাঁপ পড়ল পাঁচতারা এই হোটেলটিতে।
সুইসোটেল প্রায় ২৫০ জন কর্মী কাজ করেন। সেটি বন্ধ হওয়ায় কর্মীদেরকে ভাতা দিয়ে দীর্ঘমেয়াদি ছুটিতে পাঠানো হয়েছে। যদিও পাঁচতারা এই হোটেলটি ফের খোলার সমস্ত প্রচেষ্টা শুরু হয়েছে বলে জানিয়েছেন অম্বুজা নেওটিয়া গোষ্ঠীর চেয়ারম্যান হর্ষ নেওটিয়া।