দেশ বিভাগে ফিরে যান

জনসংখ্যা নিয়ন্ত্রণে আইনের ভাবনা কেন্দ্রের

July 12, 2020 | < 1 min read

জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনার কথা ভাবছে কেন্দ্র। এই নিয়ে দীর্ঘদিন ধরেই সরকারের অন্দরে আলোচনা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও কথা হয়েছে সরকারের। নীতিগতভাবে কোনও দলই আপত্তি তোলেনি। তবে বিষয়টি নিয়ে এতদিন অগ্রসর হয়নি কেন্দ্র। যদিও রাজ্যসভায় বিজেপি, কংগ্রেস সহ একাধিক এমপি প্রাইভেট মেম্বারস বিল পেশ করে ওই আইন আনার সপক্ষে মতপ্রকাশ করেছেন। সেই তালিকায় রয়েছেন বিজেপি এমপি রাকেশ সিনহা থেকে কংগ্রেস এমপি অভিষেক মনু সিংভি। কিন্তু সরকারি স্তরে কোনও বিল এখনও তৈরি হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ বলেছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন নিয়ে আসা এখনই প্রয়োজন।

আমাদের দেশে ক্রমেই জনসংখ্যার তুলনায় জীবিকা, চাষের জমি, বসবাসের জায়গা কমে আসছে। পাশাপাশি অর্থনীতর উপর বিপুল চাপ বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় ভারতের মতো বৃহত্তর জনসংখ্যার দেশগুলিতে এই আইনের অত্যন্ত প্রয়োজন। চীন অনেক আগেই ব্যবস্থা নিয়েছিল। এখন সময় এসেছে ভারতেও এরকম আইন নিগে আসার। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, এই আইনের অন্যতম অভিমুখ হবে টু চাইল্ড পলিসি। এর আগে সংসদের উভয় কক্ষে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সেখানে জোর দেওয়া হয়েছিল, আইন কার্যকর হওয়ার পর দু’টির বেশি সন্তান হলে শিক্ষা, সরকারি চাকরি, সামাজিক ও জনস্বার্থমূলক সরকারি প্রকল্পে বিশেষ সুবিধা পাওয়া যাবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #population, #India

আরো দেখুন