বিনোদন বিভাগে ফিরে যান

ফের করোনা পরীক্ষা হবে ঐশ্বর্য-জয়ার আজ

July 12, 2020 | 2 min read

স্বস্তির খবর বচ্চন পরিবারে- অমিতাভ ও অভিষেক ছাড়া পরিবারের বাকি সদস্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এল ৷ করোনা ভাইরাস অ্যান্টিজেন টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা বচ্চন, ও জয়া বচ্চনের ৷ এদিন ঐশ্বর্য ও জয়ার ইনস্ট্যান্ট করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও এবার তাদের স্যোয়াব পরীক্ষার রিপোর্ট আসার অপেক্ষা ৷

অমিতাভ বচ্চনদের  কোনও কর্মচারীর রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে তাদের তৎক্ষণাত হাসপাতালে ভর্তি করা হবে বলে জানা গেছে ৷

 সূত্রের মাধ্যমে নিউজ ১৮ এই ভালো খবর পেয়েছে ৷ এদিকে শনিবার রাতে প্রথমে অমিতাভ বচ্চন ও পরে অভিষেক বচ্চনের কোভিড ১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ আসে ৷ মাঝারি লক্ষণ নিয়ে তাঁরা ২ জনেই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ লক্ষণ দেখা যাওয়ার পরেই তাঁদের হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

আগে অমিতাভ ট্যুইট করে জানিয়েছিলেন , ‘I have tested Covid positive. Shifted to Hospital. Hospital informing authorities. Family and staff undergone tests , results awaited.’ -অর্থাৎ আমি কোভিড পজিটিভ, হাসপাতালে ভর্তি, পরিবার ও কর্মচারীদের কোভিড পরীক্ষা হয়েছে  রিপোর্টের অপেক্ষা করছি ৷ ’

তিনি আরও লিখেছিলেন, ‘All that have been in close proximity to me in the last 10 days are requested to please get themselves tested!’ অর্থাৎ আমার সঙ্গে গত ১০ দিনে যাঁরা কাছাকাছি এসেছেন তাঁরাও দয়া করে নিজেদের কোভিড টেস্ট করিয়ে নিন ৷

এদিকে অভিষেক বচ্চনও  শনিবার বিগ বি-র করোনার খবরের সঙ্গে নিজের করোনা পজিটিভ হওয়ার খবর ট্যুইট করে জানান ৷ তিনি আরও জানান বিএমসি-র সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলছেন তাঁরা ৷

করোনার অতিমারীর মধ্যে বিগ বি ও জুনিয়র বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবর শোনার পরেই সব মহল থেকে তাঁদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে৷

TwitterFacebookWhatsAppEmailShare

#jaya bacchan, #covid-19, #aishwarya rai bachhan

আরো দেখুন