করোনা আক্রান্ত মালদার বিজেপি বিধায়ক, সংক্রামিত ৪৯
করোনা সংক্রমণ ধরা পড়ল মালদা জেলার এক বিধায়কের। বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক করোনায় সংক্রামিত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় রেকর্ড সংখ্যক সংক্রমণ ধরা পড়ায় উদ্বেগ বাড়ছে জেলাজুড়ে। সবমিলিয়ে মালদায় সংক্রামিতের সংখ্যা ১১০০ ছুঁইছুঁই।
লাগামছাড়া গোষ্ঠী সংক্রমণে জেরবার মালদা জেলা। গত ২৪ ঘণ্টায় জেলায় রেকর্ড সংখ্যক ৪৯ জনের সংক্রমণ ধরা পড়েছে। সংক্রামিতদের তালিকায় রয়েছেন, জেলার এক বিধায়কও। বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিধায়কের সংক্রমণ ধরা পড়েছে। গত কয়েকদিন ধরে জ্বর ও কাশির মতো করোনা উপসর্গ থাকায় তাঁর লালার নমুনা পরীক্ষা করা হয়। রবিবার সেই রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে বিধায়কের জ্বর না থাকলেও কাশি ও গলাব্যাথা রয়েছে। তিনি হোম আইসোলেশনেই রয়েছেন।
অন্যদিকে, সংক্রমণের নিরিখে আবারও এগিয়ে রয়েছে ইংরেজবাজার। পুরসভা এলাকায় নতুন করে ১৭ জন সংক্রামিত হয়েছেন। এর মধ্যে ৮ নম্বর ওয়ার্ডে চারজন ও ৫ নম্বর ওয়ার্ডে তিনজন রয়েছেন। ৪, ৬, ১০, ১২, ১৩, ১৪, ১৭, ১৯, ২২ ও ২৭ নম্বর ওয়ার্ডে একজন করে সংক্রামিত হয়েছেন। ইংরেজবাজার ব্লকের মিল্কি, যদুপুর ২ ও শোভানগর গ্রাম পঞ্চায়েতে একজন করে সংক্রামিত হয়েছেন। পুরাতন মালদা পুর এলাকায় ৪ ও ১০ নম্বর ওয়ার্ডে একজন করে মোট দুজনের সংক্রমণ ধরা পড়েছে। রতুয়া ১ নম্বর ব্লকে ছয়জন সংক্রামিত হয়েছেন।
বাহারাল ও সামসি গ্রাম পঞ্চায়েত দুজন করে মোট চারজন এবং কাহালা ও রতুয়া গ্রাম পঞ্চায়েতে একজন করে সংক্রামিত হয়েছেন। রতুয়া ২ নম্বর ব্লকে মোট সংক্রামিতের সংখ্যা ১১। এর মধ্যে পরাণপুরে ৪ জন, শ্রীপুর ২-এ তিনজন, আড়াইডাঙায় দুজন, মহারাজপুর ও পুখুরিয়াতে একজন করে সংক্রামিত হয়েছেন। চাঁচল ১ নম্বর ব্লকে পাঁচ জনের সংক্রমণ ধরা পড়েছে। তাঁরা প্রত্যেকেই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্যকর্মী বলে জানা গিয়েছে। কালিয়াচক ৩ নম্বর ব্লকের তিনজন সংক্রামিতের মধ্যে বীরনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দুজন ও চরি অনন্তপুরের একজন রয়েছেন। কালিয়াচক ১ নম্বর ব্লকের জামালপুরের একজন সংক্রামিত হয়েছেন। একইসঙ্গে মানিকচকে একজনের সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে জেলায় মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়াল ১০৭৯। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৭৪ জন।