উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

বেহাল রাস্তা, ধানের চারা লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

July 13, 2020 | < 1 min read

বেহাল রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা। মাথাভাঙ্গা-২ ব্লকের প্রেমেরডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি গ্রামের মিস্ত্রীপাড়া এলাকায় মাটির রাস্তা দীর্ঘদিন ধরে বেহালদশা। একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি সহ শাসকদলের নেতাদের গোচরে বিষয়টি জানালেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। যার জেরে ভরা বর্ষাতেও দুর্ভোগ বেড়েছে এলাকাবাসীর। এই অভিযোগ তুলে রবিবার বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

স্থানীয়দের পাশে দাড়িয়ে এব্যাপারে এলাকার পঞ্চায়েত সদস্য ক্ষীরোদ বর্মনও অসন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের অভিযোগ, খট্টিমারি ও ঝাউগুড়ি গ্রামের বেশ কয়েকটি রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহালদশা। বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি হলেই জলকাদায় পরিপূর্ণ হয়ে যায়। স্থানীয় জনপ্রতিনিধি সহ শাসকদলের নেতাদের বিষয়টি জানা থাকলেও এ ব্যাপারে তারা উদ্যোগী হননি বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দা প্রদীপ বর্মন, গৌতম বর্মন, বিপুল অধিকারীরা ক্ষোভের সঙ্গে জানান, বহু বছর ধরে এলাকার বেহাল রাস্তা সারাইয়ের দাবি জানিয়ে আসছি। প্রতিবছর ভোটের সময় আশ্বাস ছাড়া কিছুই মেলেনা। বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সাইকেল, মোটরসাইকেল, গাড়িতো দুরের কথা হেটে যাওয়াই দুস্কর। তাই বাধ্য হয়ে এদিন বেহাল রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখানো হল।

এলাকাবাসিদের দাবির সঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য ক্ষীরোদ বর্মন জানিয়েছেন, বৃহত্তর জনপদ এলাকায় দীর্ঘদিন রাস্তা বেহাল। বিষয়টি একাধিকবার গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ ও ব্লক প্রশাসনকে জানিয়েছি কিন্তু আজও কাজের কাজ কিছুই হচ্ছে না। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। বিষয়টি নিয়ে প্রেমেরডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্পনা বর্মন বলেন, গ্রাম পঞ্চায়েতের বাজেটে রাস্তাটি ধরা রয়েছে। লকডাউন উঠে গেলে রাস্তাটি মেরামত করা হবে। তবে মাথাভাঙ্গা-২ ব্লকের বিডিও রজতরঞ্জন দাসেরও বক্তব্য মেলেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Locals protest, #planting rice seedlings

আরো দেখুন