দেশ বিভাগে ফিরে যান

হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, উদ্বেগে দেশ

July 14, 2020 | 2 min read

হু হু করে চোখের নিমেষে বাড়তে শুরু করেছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। এদেশে, ইতিমধ্যেই টানা সপ্তাহ খানেক জপুড়ে দৈনিক করোনা আক্রান্ত ২০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। এরপর এদিন ৯ লাখ ছাড়াল দেশের মোট আক্রান্তের সংখ্যা।

১৩০ কোটির দেশের পরিসংখ্যান

১৩০ কোটির দেশ ভারতে এই মুহূর্তে ৯ লাখ পার করল করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে আপাতত করোনা আক্রান্তের সংখ্যা ৯,০৪,৮৩০ জন। সুস্থ হয়েছেন ৫৭০২০১ জন। অ্যাকটিভ কেস ৩,১০ ৫২৭ জন। মৃত্যু হয়েছে ২৩, ৭১৮ জনের।

করোনার দৈনিক হার

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণে রেকর্ড ভারতে। আক্রান্ত হয়েছেন ২৮,৭০১ জন। আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে দেশে। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় ৮ লক্ষ ৭ হাজার ছাড়িয়েছে। প্রত্যেক রাজ্যেই করোনা সংক্রমণ বেড়ে চলেছে। যদিও দেশে মোট অ্যাকটিভ কেস রয়েছে ৩ লক্ষ। এখনও পর্যন্ত দেশে ১ কোটি ১৮ লক্ষ পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

কোন রাজ্যের কী পরিস্থিতি?

করোনার জেরে মহারাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেখানে ২৬০৯২৪ জন আক্রান্ত। এরপরই রয়েছে তানিলনাড়ু, সেখানে আক্রান্তের সংখ্যা ১৪২৭৯৮জন , তারপরেই তৃতীয় স্থানে দিল্লি, ও চতুর্থতে গুজরাত । তারপর রয়েছে, কর্ণাটক. উত্তরপ্রদেশ, তেলাঙ্গানা, পশ্চিমবঙ্গ।

বাংলার পরিস্থিতি কেমন?

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৪৩৫ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৪৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৫৬। এদিন মৃত্যু হয়েছে ২৪ জনের। এই মুহূর্তে চিকিৎসাধীন ১১২৭৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৬৩২ জন।

লকডাউনের পরিস্থিতি

করোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যেই লকডাউনের পথে হাঁটতে শুরু করেছে একাধিক দেশ। পুণেতে আজ থেকে শুরু হয়েছে লকডাউন। পশ্চিমবঙ্গ, অসম, উত্তর প্রদেশও দফায় দফায় লকডাউন শুরু করেছে। পশ্চিমবঙ্গে কন্টেইনমেন্ট জোনের ভিত্তিতে করোনা লকডাউন চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Corona Update, #India

আরো দেখুন