স্বাস্থ্য বিভাগে ফিরে যান

নখই বলে দেবে শরীরে দানা বেঁধেছে কোন রোগ 

July 14, 2020 | < 1 min read

সৌন্দর্যের অনেকটা জুড়েই রয়েছে হাতে-পায়ের নখ। তাই অনেকেই খরচ সাপেক্ষ পেডিকিওর, ম্যানিকিওর করাতেও পিছপা হন না। কিন্তু জানেন কি আপনার নখই বাতলে দেবে আপনার শরীরে কোন রোগ বাসা বাঁধছে!

জেনে নিন কিভাবে নখ দেখে রোগ চিনবেনঃ

নখের গোড়ায় সাদা দাগ

শরীরের রক্তসঞ্চালনে অসুবিধা থাকলে নখের গোড়ায় সাদা দাগ দেখা যায়। নখের এই সাদা দাগ কিডনির সমস্যারও লক্ষণ হতে পারে। তবে শরীরে প্রোটিনের অভাব হলে বা ক্যালসিয়ামের অভাবেও নখে এই সাদা দাগ দেখা যেতে পারে।

পুরু হলদেটে নখ 

নখের রং যদি হলুদ হতে শুরু করে এবং ক্রমশ শক্ত মোটা হয়ে যায় তবে তা নখে ছত্রাকের আক্রমণ থেকে হতে পারে।

ফ্যাকাসে নখ 

নখ দেখতে যদি ফ্যাকাসে ও প্রাণহীন লাগে, তবে বুঝতে হবে রক্তাল্পতা রয়েছে। তবে অনেক সময় ডায়াবেটিস বা লিভারের সমস্যা বাড়লেও নখের রং ফ্যাকাসে হয়ে যায়। 

নখে কালচে দাগ 

শরীরে ভিটামিনের অভাব, ত্বকের ক্যান্সারসহ নানা ধরনের অসুখ হলে নখে কালো দাগ দেখা দিতে পারে। আবার নখে আঘাত লেগে রক্ত  জমাট বেঁধে গেলেও এমন কালো দাগ দেখা যায়। তবে ডাক্তারের পরামর্শ নেওয়াই শ্রেয়।

নখে নীলচে দাগ 

নখের গোড়ায় হালকা নীলচে দাগ থাকলে বুঝতে হবে দেহে পরিমিত পরিমাণ অক্সিজেন পৌঁছাচ্ছে না। এ ক্ষেত্রে চিকিত্সকের পরামর্শ নিন।

TwitterFacebookWhatsAppEmailShare

#diseases, #Nails

আরো দেখুন