দেশ বিভাগে ফিরে যান

করোনার থাবা বিহার বিজেপির অন্দরে, বাড়ল লকডাউনের মেয়াদ

July 14, 2020 | < 1 min read

ক্রমবর্ধমান সংক্রমণের জের। পরিস্থিতি সামাল দিতে রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়াল বিহার সরকার। নীতীশ কুমার (Nitish Kumar) সরকার মঙ্গলবার রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করেছে। তবে অত্যাবশ্যকীয় পরিষেবার অন্তর্গত সবকিছুকে ছাড় দিয়েছে সরকার।

রাজধানী পাটনা-সহ রাজ্যের ১৫টি জেলায় ইতিমধ্যেই কড়া লকডাউনের আওতায়। তবে চিন্তা বাড়িয়েছে সাধারণ মানুষের সঙ্গে রাজনীতিবিদদের সংক্রমিত হওয়ার ঘটনা সামনে আসায়। রাজ্য বিজেপি নেতৃত্বের ২৪ জন শীর্ষ নেতা করোনা আক্রান্ত। যা নিয়ে উদ্বিগ্ন গেরুয়া শিবির। বিহারে এনডিএ সরকার যারপরনাই লকডাউন বাড়ানো ছাড়া আর কোনও উপায় দেখছে না এই মূহূর্তে। বিজেপির ৭৫ জন নেতার নমুনা পরীক্ষার পর ২৪ জনের পজিটিভ রিপোর্ট আসে।

স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে এই মূহূর্তে ১৭,৪২১ জন করোনা আক্রান্ত। তার মধ্যে ১২,৩৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ১৩৪ জনের। কিন্তু পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরতেই সংক্রমণের মাত্রা বেড়ে গিয়েছে রাজ্যে। আনলক পর্বেও লাগামছাড়া সংক্রমণের জেরে লকডাউন বাড়ানো হয়েছে রাজ্যে। সোমবারই পাটনা মেডিক্যাল কলেজের এক ডাক্তার করোনায় মারা গিয়েছেন। রাজ্যের স্বরাষ্ট্রসচিবও করোনা পজিটিভ।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #lock down, #bjp, #Bihar, #Nitish Kumar

আরো দেখুন