দেশ বিভাগে ফিরে যান

লক্ষ্য ডিজিটাল ইন্ডিয়া, ৭৫,০০০ কোটি লগ্নি গুগলের

July 14, 2020 | 3 min read

দেশকে আরও বেশি করে ডিজিটাল সরণিতে নিয়ে যেতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। যে উদ্যোগে সামিল হয়ে ভারতের ডিজিটাল রূপান্তরের মূল চালিকাশক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে নিজেদের আগ্রহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন গুগল কর্তৃপক্ষ। সংস্থার সিইও সুন্দর পিচাই সোমবার জানিয়েছেন, আগামী ৫-৭ বছরে ভারতে ১,০০০ কোটি মার্কিন ডলার (প্রায় ৭৫,০০০ কোটি টাকা) লগ্নি করবে গুগল। পাশাপাশি, একাধিক ভারতীয় সংস্থায় অংশীদারিত্ব কিনতেও এই অর্থ ব্যবহার করা হবে বলে জানিয়েছেন সুন্দর। দুপুরে এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন সুন্দর। প্রধানমন্ত্রীর কাছে তিনি করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইতে শক্তিশালী ভিত গড়তে কেন্দ্র সরকারের লকডাউনের সিদ্ধান্তের প্রশংসা করেন।

প্রসঙ্গত, গতকালই জিও প্ল্যাটফর্মসে দ্বাদশ বিনিয়োগকারী হিসাবে ৭৩০ কোটি টাকা লগ্নি করার কথা ঘোষণা করেছে কোয়ালকম। জিও প্ল্যাটফর্মসে ৯.৯৯ শতাংশ অংশীদারিত্ব কিনতে ৪৩,৫৭৩ কোটি ৬২ লক্ষ টাকা বিনিয়োগের ঘোষণা করেছে ফেসবুক। তারই প্রেক্ষাপটে এ দিন ‘গুগল ফর ইন্ডিয়া’-র ষষ্ঠ বার্ষিক সংস্করণে সুন্দর পিচাইয়ের এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গুগলের এই লগ্নি ঘোষণার মধ্যেই স্পষ্ট, তারা ভারতে ব্যবসা বাড়ানোর পাশাপাশি ভারতীয় ডিজিটাল ইকোসিস্টেমে নিজেদের শক্তি বৃদ্ধিতেও অত্যন্ত আগ্রহী। সুন্দর জানিয়েছেন, সংস্থা হিসাবে গুগল ভারতের প্রতি দায়বদ্ধ এবং তাঁরা ‘ডিজিটাল ইন্ডিয়া’-র বিপুল সম্ভাবনা প্রত্যক্ষ করতে পারছেন।

সোমবার দুপুরে গুগল ইন্ডিয়া-র ইউ টিউব চ্যানেলে এক স্ট্রিমিংয়ে সুন্দর বলেন, ‘আজ আমি গুগল ফর ইন্ডিয়া ডিজিটাইজেশন ফান্ড ঘোষণা করছি। এর মাধ্যমে আগামী ৫-৭ বছরে আমরা ভারতে ৭৫,০০০ কোটি টাকা বা প্রায় ১,০০০ কোটি মার্কিন ডলার লগ্নি করা হবে। ইক্যুইটি, সহযোগিতা এবং পরিচালনা, পরিকাঠামো ও ইকোসিস্টেমে আমরা এই মিশ্র বিনিয়োগ করব। ভারতের ভবিষ্যৎ এবং তার ডিজিটাল অর্থনীতির উপর আমাদের যে প্রবল আস্থা রয়েছে, এই লগ্নির সিদ্ধান্ত তারই প্রতিচ্ছবি।’

এই তহবিলের মাধ্যমে ভারতের বড় ও ছোট সংস্থায় যেমন গুগল বিনিয়োগ করবে, তেমনই ডেটা সেন্টার গড়ে তোলার মতো পরিকাঠামো সৃষ্টিতেও সংস্থাটি সহায়ক ভূমিকা পালন করবে। ভারতের কোনও নির্দিষ্ট সংস্থায় অংশীদারিত্ব নেওয়ার বিষয়ে কোনও কথা না বললেও গুগল ও অ্যালফাবেট সিইও বলেছেন, ‘আমরা গুগল পে-র মতো ভারত থেকে আরও বেশি পণ্য উৎপাদন করে বিশ্ব দরবারে নিয়ে যাব। ইন্টারনেটকে আরও সস্তা করার পাশাপাশি আমাদের লক্ষ্য প্রত্যেক ভারতীয়কে তাঁর নিজের ভাষায় তথ্য জোগানো। পাশাপাশি, এই তহবিলের মাধ্যমে গ্রাহক প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির মতো ক্ষেত্রগুলিতে আমরা নতুন পণ্য ও পরিষেবা যেমন তৈরি করব, তেমনই যে সমস্ত সংস্থা নয়া পণ্য ও পরিষেবা তৈরি করে তাদের প্রয়োজনীয় লগ্নিও জোগাব।’

তিনি জানিয়েছেন, তাঁদের লগ্নির অন্যতম কেন্দ্রবিন্দু থাকবে ছোট ও মাঝারি সংস্থাগুলির ডিজিটাল সফরকে সাহায্য করা। এ ছাড়া ভারতের গ্রামীণ অর্থনীতিকে সহায়তা দান, ডিজিটাল সাক্ষরতার মতো কাজে কৃত্রিম মেধাকেও গুগল কাজে লাগাবে।

এ দিকে সুন্দরের সঙ্গে বৈঠকের পরে এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘শিক্ষা, ডিজিটাল পেমেন্টস্‌ সহ নানা ক্ষেত্রে গুগলের প্রচেষ্টা জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই বিশ্বব্যাপী মহামারীর কারণে খেলাধুলোর মতো ক্ষেত্রে যে বিবিধ চ্যালেঞ্জ এসেছে, তা নিয়ে আমরা আলোচনা করেছি। পাশাপাশি, ডেটা নিরাপত্তা ও সাইবার সুরক্ষার গুরুত্বপূর্ণ দিকগুলিও আমাদের আলোচনায় উঠে এসেছে।’

আন্তর্জাতিক অর্থভাণ্ডারে হিসাবে চলতি অর্থ বছরে ভারতের অর্থনীতি ৪.৫ শতাংশ হারে সঙ্কুচিত হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং বিশ্ব ব্যাঙ্কও প্রায় একই রকম পূর্বাভাস করেছে। করোনাভাইরাস সংক্রমণের কারণে ভারতের চিরাচরিত কাজ ও শিক্ষা ব্যবস্থা, ব্যবসা ও সরবরাহ ব্যবস্থা একেবারে ভেঙেচুরে গিয়েছে। পাল্টা মোকাবিলায় প্রযুক্তির সাহায্য নিয়ে কেন্দ্রীয় সরকার অর্থনীতিকে বাঁচানোর প্রচেষ্টা গ্রহণ করেছে। সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সঙ্গে এ দিন সুন্দর পিচাইয়ের ভার্চুয়াল বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোদীর ট্যুইট, ‘আজ সকালে সুন্দর পিচাইয়ের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা বহু বিষয় নিয়ে কথা বলেছি, বিশেষত, ভারতের কৃষক, যুব সমাজ ও শিল্পোদ্যোগীদের জীবন কী ভাবে প্রযুক্তির শক্তির সাহায্যে রূপান্তরিত করা যায় তা নিয়ে বিশদে আলোচনা হয়েছে। অত্যন্ত দ্রুতগতিতে ভারতীয়রা প্রযুক্তি গ্রহণ করে তার সঙ্গে সড়গড় হচ্ছেন।’

এ দিন ‘গুগল ফর ইন্ডিয়া’ অনুষ্ঠানে ইউটিউব তাঁর প্রতি দিনের ব্যক্তিগত জীবনে কী ভূমিকা নিয়েছে, তা-ও বিশদে জানান সুন্দর। গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন ইউটিউব ভিডিয়ো দেখে তাঁর সন্তানদের সঙ্গে তিনি পনিরমাখানি বা পিজা তৈরি করেছেন বলে সুন্দর জানিয়েছেন। শৈশবের মধুর স্মৃতিতেও ডুব দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘প্রত্যেক সন্ধেতে আমরা দূরদর্শনের সামনে উপস্থিত থেকে সারে জাঁহা সে আচ্ছা দেখতাম।’ পাশাপাশি, ভারতে প্রযুক্তি যে অসম্ভব দ্রুত গতিতে বদলাচ্ছে তারও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সুন্দর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Google, #sundar pichai

আরো দেখুন