ভ্রমণ বিভাগে ফিরে যান

পাহাড়ের কোলে নিরালায় সময় কাটাতে ঘুরে আসুন তাকদা

July 14, 2020 | 2 min read

যারা পাহাড় ভালোবাসেন, কিন্তু জনপ্রিয় স্পটের কোলাহল পছন্দ করেন না, তারা ঘুরেই আসতে পারেন তাকদা। দার্জিলিং থেকে মাত্র ২৮ কিমি দূরে। ১৯০০ শতকের শুরুর দিকে ব্রিটিশ কলোনির অন্যতম এক ঠিকানা ছিল তাকদা। ব্রিটিশ মিলিটারি ক্যান্টনমেন্ট তাকদায় গেলে আজও দেখতে পাবেন ব্রিটিশদের তৈরি সুদৃশ্য বাংলোগুলি। 

‘তাকদা’ বা স্থানীয় ভাষায় ‘তুকদা’ কথার অর্থ হলো ‘মেঘে ঢাকা’। সত্যিই মেঘে ঢাকা এই সবুজ পাহাড়ি গ্রাম। দার্জিলিং জেলার সুদৃশ্যতম চা বাগান গুলিও দেখতে পাবেন এই তাকদাতেই। বর্ষায় আরো সুন্দরী হয়ে ওঠে এই গ্রাম। এখানেই রয়েছে দার্জিলিং এর সবচেয়ে সুন্দর চা বাগান রংলি-রংলিয়ট। এছাড়া গিলে নামরিং, তিস্তা ভ্যালি প্রভৃতি চা বাগান গুলিও এখানেই। 

থাকার জন্যে আছে হোমস্টে। স্থানীয় মানুষের আতিথিয়তায় উপভোগ করতে পারবেন এই অপার সৌন্দর্য তাদেরই একজন হয়ে। 

কোথায় কোথায় যাবেন

আশেপাশে ঘোরার জন্যে রয়েছে প্রচুর জায়গা। রংলি-রংলিয়ট চা বাগান থেকে আরেকটু নিচের দিকে ২ কিমি নামলেই গিলে ভনজং বাজার ক্রশিং ভিউ পয়েন্ট। এখান থেকে  দেখা যায় কালিম্পং, দুরপীন, টাইগার হিল, রাম্বি খোলা। 

এছাড়া তাকদা বাজার থেকে ৬ মাইল গেলেই পাবেন তাকদা অর্কিড সেন্টার। রং বেরংয়ের অর্কিডে আপনার মন ভরে যাবে। তাকদা থেকে তিন কিমি দূরেই রয়েছে তিনচুলে। এছাড়া তাকদা থেকে লামাহাট্টা, দুর্পিন, পেশক, মংপু , ছোট মাংগাওয়া সবই ১২-১৪ কিমির মধ্যে। 

তাই দিনে দিনেই ঘুরে আসতে পারবেন। একটি মোনাস্ট্রিও আছে তাকদাতে। শান্ত পরিবেশে আপনার মন জুড়িয়ে যাবে।

কিভাবে যাবেন 

নিউ জলপাইগুড়ি থেকে তাকদার দূরত্ব ৬০ কিমি, যেতে সময় লাগে ৩ ঘন্টা। দার্জিলিং থেকে দূরত্ব ২৮ কিমি। সময় লাগে ঘন্টা দেড়েক।

খরচ

গাড়ী ভাড়া নিউ জলপাইগুড়ি থেকে ৩০০০-৩৫০০ মতো। দার্জিলিং থেকে ৩০০০ মতো। হোমস্টৈ খরচ জনপ্রতি ১৫০০/- সমস্ত মিল সহ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Travelling, #takda

আরো দেখুন