দেশ বিভাগে ফিরে যান

অসমের বন্যায় মৃত বেড়ে ৭২, জলের তলায় ২৭টি জেলা

July 15, 2020 | < 1 min read

 অসমের বন্যা পরিস্থিতি ভয়াবহ। ব্রহ্মপুত্র এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। অসমের মোট ৩৩টি জেলার মধ্যে ২৭টি জেলাই বন্যা কবলিত। এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ৭২ জনের। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের ৯৫ শতাংশ জলের তলায়। মানুষের পাশাপাশি জীবনহানি ঘটছে বহু পশু-প্রাণীরও। স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির বক্তব্য অনুযায়ী, সে রাজ্যে বন্যার কবলে পড়েছে ২১ লক্ষেরও বেশি মানুষ। ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৬০ হাজারেরও বেশি মানুষ। এখনও পর্যন্ত এই রাজ্যে ৪৮০টি ত্রাণ শিবির খোলা হয়েছে।

সবচেয়ে খারাপ পরিস্থিতি বরপেটায়৷ সেখানে ৫.৪৪ হাজার মানুষ বন্যা কবলিত৷ তারপরেই রয়েছে দক্ষিণ সালমারা ও ধেমাজি৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও জেলা প্রশাসন, স্থানীয় মানুষ সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৪৮ জন মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে৷

TwitterFacebookWhatsAppEmailShare

#assam floods, #India

আরো দেখুন