বিবিধ বিভাগে ফিরে যান

‘রহস্যময়’ কালাচের হাত থেকে বাঁচতে চান?

July 15, 2020 | < 1 min read

বর্ষাকাল মানেই সাপের উপদ্রব৷ বিষধর থেকে বিষহীন৷ সাপে বিষ থাক চায় না থাক, সাপের ভয়ে কুপোকাত প্রায় সকলেই৷ তবে বর্ষাকালে যে সব সাপের উপদ্রবে নাজেহাল বাংলা সেই সাপেদের মধ্যে কালাচ বা কালচিতি সাপ অন্যতম৷

সাপ বিশেষজ্ঞদের মতে এটি একটি রহস্যময় সাপ৷ কারণ এই সাপের কামড়ের দাগ দেখা যায় না ,এছাড়াও কামড়ের জায়গায় কোনও জালা যন্ত্রণা অথবা রক্তপাত হয় না৷ এমন কি কোনও ঘুমন্ত মানুষকে যদি ঘুমের মধ্যেই এই সাপ কামড়ায়, তাহলে সেই মানুষের ঘুমের মধ্যেই মৃত্যু ঘটে৷ খুব সামান্য পরিমাণ বিষ একজন পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু ঘটাতে যথেষ্ট বলে প্রমানিত৷

পাহাড়ি অঞ্চলে কালাচের আনাগোনা কম থাকলেও গ্রাম বাংলায় এই সাপ প্রায় সব জায়গাতেই প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়৷ ছিপছিপে,কালো রঙের ওপর সাদা সাদা ডোরাকাটা দাগের ফণাহীন এই সাপটি মানুষের সাহচর্য পছন্দ করে৷ 

সাধারণত কালাচকে মাটির বাড়ির আনাচে কানাচে, ঝোপঝাড়ে দেখতে পাওয়া যায়৷ বর্ষাকালে ও গরমকালে এই সাপ ঘরের মধ্যে বিছানার ওপর বালিশের নীচে থাকতে বেশী পছন্দ করে৷ এছাড়াও মাদুর, চাটাই বা গোটানো বিছানার মধ্যে গুটিসুটি মেরে লুকিয়ে থাকে৷

কালাচ বা কালচিতি ছোট ছোট ব্যাং ও ফড়িং খেয়ে দিন যাপন করে৷ তাই বাংলায় বর্ষাকাল ও গরমকালে এই ধরণের প্রানীর ঘরে আনাগোনার ফলেই এই সাপটিকে বাড়ির আনাচে কানাচে খাদ্যের জোগাড়ে ঘুরতে দেখতে পাওয়া যায়৷

এই সাপের কামড়ের লক্ষণ খুবই বিচিত্র৷ সাধারণত এই সাপের কামড়ে তল পেটে ব্যথা, গলায় ঢোক গিলতে অসুবিধে হয়৷

তাহলে, কিভাবে এড়াবেন এই সাপকে?

১. গরমকাল থেকে বর্ষাকালে সবসময় বাড়ির আনাচে কানাচে ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে।

২. কার্বলিক অ্যাসিড বাড়ির সর্বত্র ছড়াতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#snake bite death, #kalach, #Protect Yourself

আরো দেখুন