দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

আম্পান বিধ্বস্ত ৫০ টি পরিবারের হাতে ত্রাণ তুলে দিল জাতীয় বাংলা সম্মেলন

July 15, 2020 | < 1 min read

জাতীয় বাংলা সম্মেলন সংগঠনের উদ্যোগে কাল হুগলি জেলার রায়দিঘির কুলতুলি গ্রামে আম্পান আক্রান্ত প্রায় ৫০টি পরিবারের হাতে সাধ্যমতো সাহায্য তুলে দেয় জাতীয় বাংলা সম্মেলন

এ বিষয়ে জাতীয় বাংলা সম্মেলনের সভাপতি অনির্বান বন্দ্যোপাধ্যায় জানান, “আম্পান ঝড়ে এই গ্রামে অসংখ্য বাড়ি ঘর ভেঙে যায় মাথার ওপর দেওয়ার মতো ছাদ টুকুও কেড়ে নেয় এই অবস্থায় আমরা যথাসাধ্য চেষ্টা করি তাদের পাশে থাকার , আজ আমরা
৫০ টি পরিবারের হাতে ত্রিপল তুলে দিতে পেরেছি, আগামী দিনে আমরা চেষ্টা করবো আরও বেশি সংখ্যক মানুষের কাছে যেন আমরা পৌঁছাতে পারি”.

TwitterFacebookWhatsAppEmailShare

#Jatiyo bangla sommelon, #amphan relief

আরো দেখুন